Photo Credits: ANI

বাগডোগরা: আর কয়েকমাস বাদেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির (Siliguri) সেবক থেকে সিকিমের (Sikim) রংপো পর্যন্ত রেল চলাচল (Sevoke Rangpo Rail Line)। তার আগে শনিবার বাগডোগরায় (Bagdogra) গিয়ে প্রস্তাবিত রেল লাইনের (proposed rail link) কাজ পরিদর্শন করলেন (inspected) কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চব (Union Railway Minister Ashwini Vaishnaw)। এই রেলপথ চালু হলে ইতিহাসে প্রথম সিকিমের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগ শুরু হয় যাবে।

এর আগে জানুয়ারি মাসের ২৩ জানুয়ারি  এই রেল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুকুল জৈন জানিয়ে ছিলেন, আর মাত্র এক বছরের অপেক্ষা। ২০২৪-এর শুরুতেই সিকিমের সঙ্গে সংযোগকারী সেবক-রংপো রেলপথের কাজ শেষ হয়ে যাবে। তারপরই এই রেলপথ রেল মন্ত্রকের হাতে তুলে দেওয়া হবে। নেতাজি সুভাসচন্দ্র বসুর জন্মদিনে ১১ নম্বর টানেলের কাজ সম্পন্ন হয়েছে। এই টানেলটি ৩২০০ মিটার লম্বা। ১৪টি টানেলের মধ্যে যা দীর্ঘতম বলে রেল কর্তাদের দাবি।

প্রসঙ্গত উল্লেখ্য, সিকিমের সঙ্গে সড়কপথে যোগাযোগ থাকলেও এখনও পর্যন্ত রেলপথে যোগাযোগ নেই। প্রতিবছর বর্ষাকালে ধসের কারণে ব্যাহত হয় সড়ক যোগাযোগ। দুর্ভোগে পড়তে হয় পর্যটক-সহ এই অঞ্চলের সাধারণ মানুষকেও। সেকারণে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে সেবক-রংপো রেলপথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীদিনে। তবে যোশিমঠের ঘটনার পর পাহাড় কেটে তৈরি করা এই রেলপথ আগামীদিনে এই অঞ্চলে কোনও প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনবে কিনা, তা নিয়ে উদ্বিগ্ন ভূ-বিজ্ঞানীরা। অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করেননি রেল আধিকারিকরা। উল্টে সিকিম-সহ উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্রে সেবক-রংপো রেলপথ নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাপ্রকাশ করেছেন পর্যটন শিল্পের সঙ্গে জড়িত অনেকেই। আরও পড়ুন: West Bengal DA Protest: কলকাতায় ক্রমশ তীব্র হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন