কলকাতা, ৮ এপ্রিল: মঙ্গলবার বিকেলে এক ক্যারিবিয়ানের ব্যাটে ইডেনে লেখা হল পুরাণ কাব্য। নাইট রাইডার্সের বিরুদ্ধে (KKR vs LSG) ৩৬ বলে ৮৭ রানের এক অবিশ্বাস্য বিস্ফোরক ইনিংস খেললেন লখনৌয়ের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান (Nicholas Pooran)। পুরানের অপরাজিত ৮৭ আর ওপেনার মিচেল মার্শ-এর ৪৮ বলে ৮১ রানে ভর করে ইডেনে প্রথমে ব্যাট করে সঞ্জীব গোয়েঙ্কা-ঋষভ পন্থের দল তুলল ৩ উইকেটে ২৩৮ রান। ক্রিস গেইল একটা সময় যাকে তার উত্তরসূরি হসেবে বেছেলেন, সেই পুরান এদিন ৮টি ওভার বাউন্ডারি আর ৭টি বাউন্ডারি মেরে ইডেনের দর্শকদের বিনোদন করলেন। শেষ পর্যন্ত পুরানের স্ট্রাইক রেট দাঁড়ায় আড়াইশোর কাছাকাছি। পুরানের বিস্ফোরণের সঙ্গে মার্শের ৫ ছক্কা আর ৬ ছক্কার ৮১ রানটাও কেমন যেন ফিকে পড়ে গেল।
ইডেনে স্মরণীয় ইনিংস খেললেন পুরান
ওপেনিং পার্টনারশিপে দলের ৬২ বলে ৯৯ রান ওঠার পর নেমেছিলেন ব্রায়ান লারার ত্রিনিদাদের ২৯ বছরের বাঁ হাতি ব্যাটার পুরান। প্রথম বল থেকেই বিশ্বংসী ব্যাটিং করে ২১ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। এরপর আরও ধ্বংসাত্মক ব্যাটিং করতে শুরু করেন নিকোলাস। ওপেনার আইডেন মার্করাম (৪৭) আউটের পর মিচেল মার্শ ও পুরান নাইটদের বোলিংকে নিয়ে কার্ত ছেলেখেলা করেন।
ইডেনে পুরান ঝড়
Going…Going…GONE! 🚀
Raining sixes in Kolkata courtesy of Nicholas Pooran 💪
He brings up a 21-ball 5️⃣0️⃣ 🤯
Updates ▶ https://t.co/3bQPKnwPTU#TATAIPL | #KKRvLSG | @nicholas_47 pic.twitter.com/GYxDjAQSMX
— IndianPremierLeague (@IPL) April 8, 2025
ইডেনে রেকর্ড রান লখনৌয়ের
𝙇𝙪𝙘𝙠𝙣𝙤𝙬 𝙎𝙪𝙥𝙚𝙧 𝙂𝙞𝙖𝙣𝙩𝙨' openers and middle order live up to their name, with #Pooran and #Marsh smashing 80+runs knocks to set a massive total of 238. 🤯
Will LSG defend their 2nd-highest total in IPL, or will KKR extend their streak? 🤔
Watch the LIVE action ➡… pic.twitter.com/pb8ZS4DC6R
— Star Sports (@StarSportsIndia) April 8, 2025
নিজেদের রেকর্ডকেও ভাঙতে হবে কলকাতাকে
আইপিএলের ইতিহাসে নাইটদের সবচেয়ে বেশী রান তাড়া করে জেতার রেকর্ডটা হল ২০৭ রান (২০২৪ আইপিএলে, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে)। তার মানে পন্থদের হারাতে হলে নিজেদের অতীতের সব রেকর্ড ছাপিয়ে যেতে হবে রাহানেদের।
হতশ্রী বোলিং কলকাতার
কেকেআর-এর অজি পেসার স্পেনার্স জনসন ৩ ওভারে দিলেন ৪৬ রান, নারিন ৩৮ রান। হর্ষিত রানা ২টি উইকেট পেলেও দিলেন ৪ ওভারে ৫১ রান। দলের সেরা বোলার বরুণ চক্রবর্তী কোনও উইকেট পেলেন না। রাসেল একটি উইকেট পেলেও ২ ওভারে দিলেন ৩২ রান।