Durga Puja 2022: শুভ মহাষ্টমী, সারা বছরের কষ্ট ভুলে বাঙালি মেতেছে পুজোয়, মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলী, জনজোয়ারে ভাসার অপেক্ষা
Durga Puja (Photo Credit: Twitter)

কলকাতা, ৩ অক্টোবর: আজ, সোমবার দুর্গাপুজোর মহাষ্টমী। শাস্ত্র মতে দুর্গাপুজোর গুরুত্বপূর্ণ দিন। মহাষ্টমীর অঞ্জলী আর সন্ধিপুজো দুটোই দুর্গাপুজোর খব বড় উপাচার। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে অঞ্জলি। পঞ্জাবী-সাড়িতে সেজে পুরো বাঙালি সাজে বাঙালি এখন পুজোয় ব্যস্ত। পুজো সেরেই অনেকে বের হবেন ঠাকুর দেখতে। অষ্টমীর রাত দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার আগের সব ভিড়কে টেক্কা দিতে পারে। আবহাওয়া দফতর অষ্টমীর রাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে সপ্তমীর মত অষ্টমীতেও বৃষ্টি অসুর পরাস্ত হোক সেটাই চাইছেন সবাই।

এদিকে, গতকাল সপ্তমীতে বৃষ্টি বাধ সাধেনি। সপ্তমীতে জনজোয়ারে ভাসে কলকাতা। জেলার পুজো মণ্ডপগুলোতেও প্রচুর ভিড়। বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজো- সপ্তমী রাতে সব জায়গাতেই শুধু ভিড় আর ভিড়। জনস্রোত সামলাতে রীতিমত হিমশিম খেলো পুলিশ, স্বেচ্ছাসেবকরা। প্যান্ডেলে প্যান্ডেলে জনজোয়ার। আরও পড়ুন-৭৮ তম বর্ষে শোভাবাজার বেনিয়াটোলা দুর্গোৎসবে বড় চমক, তৈরী হল অষ্টধাতুর দুর্গাপ্রতিমা

কেন কোন প্যান্ডেল সবচেয়ে বেশি ভিড় টানছে? একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, মুদিয়ালি, ত্রিধারা সম্মিলনী-র মত হেভিওয়েট পুজোগুলোর সঙ্গে জনজোয়ারে পাল্লা দিচ্ছে বোসপুকুর শীতলা মন্দির,নাকতলা উদয়ন সঙ্ঘ। কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ারের মত হেভিওয়েট পুজোতেও ভিড় মাত্রা ছাড়াচ্ছে। সঙ্গে সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, শ্রীভূমি স্পোর্টিংয়েও ভিড়ের উন্মাদনা। সব মিলিয়ে কলকাতার উত্তর থেকে দক্ষিণ- সব জায়গাতেই জয়জোয়ার।

অষ্টমী তিথি শুরু ১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর (রবিবার)

সময় রাত্রি ঘটিকা ৬টা ২১ মিনিট ২৭ সেকেন্ড

অষ্টমী তিথি শেষ ১৬ আশ্বিন, ইং ৩ অক্টোবর (সোমবার)

সময় ঘটিকা ৩ টে ৫৯ মিনিট ১ সেকেন্ড

সন্ধি পুজোর সময়:

ঘ ৩।৩৫। ১ থেকে অপরাহ্ণ ঘ ৪।২৩।১-এর মধ্যে সন্ধিপুজো।