ডিভিসির ছাড়া জলেই প্লাবিত হচ্ছে বাংলার একাংশ জেলা। বৃহস্পতিবার বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেথে এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। এমনকী এদিন ডিভিসির সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি, ইচ্ছাকৃত বাংলায় এত পরিমাণ জল ছাড়া হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর এই দাবির বিরোধী করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, কেউ ইচ্ছাকৃত জল ছাড়েনি। বরং রাজ্য সরকারকে সঠিক পদ্ধতিতে জানিয়ে দিয়েছিল ডিভিসি কর্তৃপক্ষ। কিন্তু এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করার মতো কোনও ব্যবস্থাই নেই রাজ্য সরকারের কাছে। তাই প্লাবিত হয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত। আর নিজেদের দোষ অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে তৃণমূল সরকার।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ডিভিস জল ছাড়ার আগে নিয়মমাফিক রাজ্য প্রশাসনকে জানানো হয়েছে, তাঁদের সতর্ক করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনকেও সতর্ক করা হয়। স্থানীয় মানুষদের সচেতন করা, মাইকিং করা সমস্ত কিছুই ডিভিসি আগে থেকেই করেছে। কিন্তু বাংলায় বন্যা ঠেকানোর জন্য সঠিক ব্যবস্থা নেই। তিন চার বছর ধরে রাজ্য সরকার এই বিষয়ে উদাসীন রয়েছে। বাংলা একটি বন্যা প্রবণ এলাকা। এটা তো নতুন নয় যে ঝাড়খণ্ড বা অন্য রাজ্যের জল বাংলায় ছাড়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াই চলে যাচ্ছে। কিন্তু বন্যা মোকাবিলা করার জন্য সঠিক ব্যবস্থাই বাংলায় নেই।
#WATCH | Kolkata, West Bengal | On the flood situation in the state, assembly LoP and BJP leader Suvendu Adhikari says, "Pre-monsoon work has not been done for the last three years... The government did not work at all on infrastructure in the last 3-4 years. The government is… pic.twitter.com/R8XpQSbvcm
— ANI (@ANI) September 19, 2024
শুভেন্দু আরও বলেন, "বাংলায় জল ঢুকছে, কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সুরক্ষা দিতে ব্যর্থ। এখন ওনার উচিত ছিল এনডিআরএফ, এসডিআরএফসহ উদ্ধারকারী দলের সদস্যদের বন্যা বিধ্বস্ত এলাকায় পাঠানো। তার বদলে উনি বুধবার থেকে সব জায়গা ঘুরে বেরাচ্ছে।বন্যা দুর্গত এলাকায় মুখ্যমন্ত্রী শুধু ঘুরেই বেরিয়েছেন এবং ফটো তুলেছে। বাংলার সরকার এই বন্যা মোকাবিলা নিয়ে কোনও কাজ করবে না, বরং কিছু হলেই টাকা দিয়ে লোকজনের মুখ বন্ধ করবে"।