শুভেন্দু অধিকারী (Photo: Facebook)

পুরুলিয়া, ১০ জানুয়ারি: আজ পুরুলিয়ার সভায় মমতা ব্যানার্জিকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি আরও বলেন,‘কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বললেন ৩০ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেবেন। এখন মুখ্যমন্ত্রী বলছেন, বিনামূল্যে ভ্যাকসিন দেবেন। আবার না কেন্দ্রের প্রকল্পের নাম চুরি করেন মুখ্যমন্ত্রী। আমার আশঙ্কা, মুখ্যমন্ত্রী এর নাম টিকাশ্রী না দিয়ে দেন!’

আজ নন্দীগ্রামের সভার পর পুরুলিয়ার সভাতেও বিশৃঙ্খলা। তৃণমূলের পতাকা লাগানো গাড়ি ঘিরে উত্তেজনার সূত্রপাত হয়। তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘পুলিশের অনুমতি নিয়ে সভা করতে এসেছি। কিন্তু, স্থানীয় কোনও পুলিশকে দেখা গেল না। এত সভা দেখে তৃণমূল দিশেহারা হয়ে পড়েছে। বিজেপি কর্মীরা কেউ প্ররোচনায় পা দেননি। তৃণমূল এখন দল নেই, কোম্পানি হয়েছে। পোলিং এজেন্ট দেওয়ার লোক পাবে না তৃণমূল। তৃণমূল এখন বিনয় মিশ্রের মতো তোলাবাজে ভরে গেছে।’ আরও পড়ুন, জয় মা কালী, মা দুর্গার স্লোগান তুলে কৃষকদের নিয়ে পরিবর্তন আনার শপথ জেপি নাড্ডার

গতকাল পূর্ব বর্ধমানে যান বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে একাধিক কর্মসূচি করেন। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে ‘কৃষক সুরক্ষা অভিযান’-র মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন। গতকালও নাড্ডার সভামঞ্চ ঘিরে লাগানো হয় তৃণমূলের পতাকা, হিন্দি পোস্টার। তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা মমতা ব্যানার্জির গড় সেটা ভিন্ রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের বোঝাতেই হিন্দিতে পোস্টার লাগানোর সিদ্ধান্ত।