Representative Photo (Photo Credits: X)

নয়াদিল্লিঃ খেলতে খেলতে(Playing) কুয়োয় পড়ে মৃত্যু ৫ বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan)ঝালওয়ারে(Jhalwar)। রবিবার বিকেলে খেলতে খেলতে আচমকা গ্রামের কুয়োয় পড়ে যায় ওই শিশু। রাতভর শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চালায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। ৩২ ফিট কুয়োয় নেমে উদ্ধারকাজ চালানো হয়। রাতভর উদ্ধারকাজ চালিয়ে সোমবার ভোর ৪ টে নাগাদ ওই শিশুর দেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে।

৩২ ফিট গভীর কুয়োয় পড়ে মৃত্যু ৫ বছরের শিশুর