IndiGo Broken Seats (Photo Credits; X)

হাজার হাজার টাকা বিমান ভাড়া নিয়েও যাত্রীদের সুবিধার্থে কাঁচকলা! ভাঙা আসন যাত্রীদের জন্যে বরাদ্দ রেখেছে ইন্ডিগো (IndiGo)। দেশের অন্যতম প্রধান বিমান সংস্থার কাছ থেকে যাত্রী পরিষেবায় এমন গাফিলতি মেনে নিতে পারলেন না পাঞ্জাবের বিজেপি নেতা সুনীল জাখর (Sunil Jakhar)। দিন কয়েক আগেই এয়ার ইন্ডিয়ার (Air India) বিরুদ্ধে এমন এক অভিযোগ তুলে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিমানে তাঁকে ভাঙা আসনে বসতে দেওয়া হয়েছিল বলে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সরব হন তিনি। এই বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার কাছে জবাবদিহি চেয়ে রিপোর্ট তলব করে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ডিজিসিএ (DGCA)।  এবার একই অভিযোগ ইন্ডিগোর বিরুদ্ধে।

চলতি বছরের জানুয়ারি মাসে চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার জন্যে ইন্ডিগোর বিমানে যাত্রা করেন সুনীল। তাঁর যাত্রাপথেই তিনি লক্ষ্য করেন বিমানের সিটগুলো ভাঙা অবস্থায় রয়েছে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন তিনি। এরপর ইন্ডিগোর ভাঙা আসনের ছবি নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে বিমান সংস্থার নিন্দায় সরব হন পাঞ্জাব বিজেপি প্রধান।

ভাঙা আসনে বিমানযাত্রাঃ

তিনি উল্লেখ করেন, বিমানের পরিষেবা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সংস্থার কর্তৃপক্ষদের যাত্রীদের প্রতি এমন গাফিলতি মেনে নেওয়া যায় না। DGCA-কে এর বিরুদ্ধে নিশ্চিত ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানান পাঞ্জাব বিজেপি প্রধান সুনীল জাখর।