IITian Baba (Photo Credit: X)

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: রবিবার পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে ভারতীয়  ক্রিকেট দলের রোমহর্ষক জয়ের পর চূড়ান্ত সমালোচনার মুখে মহাকুম্ভের (Maha Kumbh 2025) আইআইটিয়ান বাবা (IITian Baba)। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অভয় সিং তথা আইআইটিয়ান বাবার ভবিষ্যতবাণী নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। 'ভারত, পাকিস্তান ম্যাচে দুবাইতে জয়ী হবে পাক ক্রিকেট দল।' ম্যাচ শুরুর আগে এমনই মন্তব্য করেন অভয় সিং। পরে ম্যাচ শেষ হতেই ট্রোলের মুখে পড়েন ইঞ্জিনিয়ার থেকে সাধু হওয়া অভয় সিং।

ম্যাচের আগে অভয় সিং বলেন, 'এবার ভারত (India) জিততে পারবে না। বিরাট কোহলি-সহ অন্যদের বলে দিন যে এই ম্যাচ জিতিয়ে দেখাক। আমি যখন বলেছি ভারত জিতবে না, তখন জিততে পারবে না।' ভারত-পাক ম্যাচ শেষ হতেই চরম কটাক্ষের মুখে পড়েন অভয় সিং। তাঁকে ভণ্ড বলেও কটাক্ষ করা হয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির তরফে। অভয় সিংকে চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয় ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হলে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে একের পর এক সমালোচনা উঠে আসতে শুরু করে অভয় সিংয়ের মন্তব্যকে কেন্দ্র করে।

শুনুন আইআইটিয়ান বাবার দাবি। যা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয় অভয় সিংকে...

 

 

দেখুন কীভাবে ট্রোলের মুখে পড়েন আইআইটিয়ান বাবা...

কড়া সমালোচনার মুখে পড়তে হয় অভয় সিংকে...

 

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চান অভয় সিং। বলেন, 'আমায় ক্ষমা করে দিন। প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। এটা উদযাপনের সময়। সবাই মিলে আনন্দ উপভোগ করন। তবে আমি মনে মনে জানতাম যে ভারত জিতবে।'