
Horoscope Today, 24 February, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষঃ চাকরিক্ষেত্রে ভালো সুযোগ আসবে। অহেতুক ব্যয়ের কারণে চাপে থাকতে হবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে সমস্যা থাকবে। শরীর নিয়ে সমস্যা রয়েছে।
বৃষঃ উপার্জন বৃদ্ধির নতুন পথ খুঁজে পাবেন। ব্যবসাক্ষেত্রে আজ বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। সর্দি-কাশিতে ভুগতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত।
মিথুনঃ চাকরিক্ষেত্রে দিনটি শুভ। আটকে থাকা টাকা আজ পেতে পারেন। ব্যবসাক্ষেত্রে উপার্জন বৃদ্ধির যোগ। প্রেমের ক্ষেত্রে সুখ শান্তি থাকবে। দূরের যাত্রা শুভ।
কর্কটঃ চাকরিক্ষেত্রে ছোটখাটো সমস্যা থাকলেও বাধা হবে না। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসায় আজ বিনিয়োগ না করাই ভালো। প্রেমেরক্ষেত্রে ভুল বোঝাবুঝির ফলে শান্তি বিঘ্নিত হবে। শরীর সুস্থ থাকবে।
সিংহঃ কখনই ভাববেন না যে, আপনি কখনই হারবেন না। তবে কর্মক্ষেত্রে এই বিশ্বাস রাখুন যে আপনার দ্বারা অনেক কিছুই সম্ভব। অর্থনৈতিক দিক কিছুটা ভালো যাবে। আবেগপ্রবণ না হয়ে সতর্ক হন কারণ শত্রু প্রবল। শরীর নিয়ে সমস্যা নেই।
কন্যাঃ প্রেম শুভ। চাকরিক্ষেত্রে দিনটি কর্মব্যস্ততার মধ্যে কাটবে। উপার্জন ভাগ্য চলনসই। ব্যবসাক্ষেত্রে সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। শরীর নিয়ে সমস্যা নেই।
তুলাঃ দিনটিতে সকল প্রকার যোগাযোগ সাফল্যের। অনলাইনে বা কোনো মার্কেটিং সাইটে কেনাবেচায় লাভবান হবেন। কেনাকাটায় বিশেষ কোনো ডিসকাউন্ট পেতে পারেন। ছোট ভাইবোনের চাকরি লাভের সুযোগ আসতে পারে।
বৃশ্চিকঃ বিকাশ রকেট এজেন্সি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। বিবেক জাগ্রত করুন আর কাছের মানুষকেই বিশ্বাস করুন। কাছের ও দূরের মানুষ চিনতে শিখুন। প্রয়োজনে সকলকে পুনরায় যাচাই-বাছাই করে নিন।
ধনুঃ অর্থনৈতিক বিষয়ে সুখবরের সম্ভাবনা আছে। বকেয়া কিছু টাকা আদায় হতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে।
মকরঃ জীবনে চলার পথের রুটিনগুলো আরেকবার মিলিয়ে নিন আজ। আপনার সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে। আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। অসুস্থদের আরোগ্য লাভের যোগ প্রবল।
কুম্ভঃ বেকারদের জন্য নতুন কোনো আইডিয়া জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শরীরের প্রতি একটু যত্নশীল হন। অংশীদারি ব্যবসায় লাভের যোগ। উপার্জন হলেও আর্থিক চাপের মধ্যে থাকতে হবে। ব্যবসা আশানুরূপ হবে না। শরীর নিয়ে সমস্যা কমবে।
মীনঃমানুষের সাথে সুসম্পর্কই আপনার জীবনের বড় প্রাপ্তি। যতটুকু সম্ভব মেজাজ ঠাণ্ডা রেখে কাজ করুন। অনুসন্ধান আপনার দিগন্ত প্রসারিত করে নতুন সুযোগ নিয়ে আসবে। উৎসাহের সাথে কাজ করে যান। উপার্জন ভাগ্য শুভ। শরীর নিয়ে সমস্যা নেই।