⚡৪৮ ঘণ্টা পার, এখনও পৌঁছান গেল না সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের কাছে
By Aishwarya Purkait
নির্মীয়মাণ সুড়ঙ্গটির প্রবেশপথ থেকে ১৪ কিলোমিটার অন্দরে আটকে রয়েছেন শ্রমিকেরা। তাঁদের কাছে পৌঁছনোর জন্যে উচ্চপ্রযুক্তি এবং উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্র ব্যবহার করে জল বের করার চেষ্টা করছে উদ্ধারকারী দল।