Telangana Tunnel Collapse (Photo Credits: ANI)

নাগারকুর্নুল, ২৪  ফেব্রুয়ারিঃ ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। এখনও সুড়ঙ্গের মধ্যে থেকে বের করা সম্ভব হল না ভিতরে আটকে থাকা ৮ শ্রমিককে। তেলেঙ্গানায় নির্মীয়মাণ সুড়ঙ্গের ছাদ ভেঙে (Telangana Tunnel Collapse) ভিতরে আটকে পড়েছেন ওই শ্রমিকেরা। সুড়ঙ্গের ভিতরের জল এবং কাদা উদ্ধারকাজে বাঁধার সৃষ্টি করছে। নির্মীয়মাণ সুড়ঙ্গটির প্রবেশপথ থেকে ১৪ কিলোমিটার অন্দরে আটকে রয়েছেন শ্রমিকেরা। তাঁদের কাছে পৌঁছনোর জন্যে উচ্চপ্রযুক্তি এবং উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্র ব্যবহার করে জল বের করার চেষ্টা করছে উদ্ধারকারী দল।

সেই শনিবার থেকে লাগাতার উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২৮ জন সদস্য। রাজ্য মোকাবিলা বাহিনীর ১২০ জন সদস্য। রয়েছেন ভারতীয় সেনার ২৮ জন। এছাড়াও উদ্ধারকাজে যোগ দিয়েছেন ২০২৩ সালে উত্তরাখণ্ড সিল্কিয়ারা সুড়ঙ্গ অভিযানের পিছনে থাকা বীরত্বপূর্ণ দলের ছয় সদস্যও। জল, কাদা এবং ধ্বংসস্তূপের সঙ্গে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন প্রত্যেকে। সুড়ঙ্গের অন্দরে আটকে থাকা ৮ শ্রমিককে নিরাপদে বের করে আনার জন্যে।

শনিবার শ্রীশৈলম বাঁধের পিছনে অবস্থিত সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়েছে। নাগরকুর্নুল জেলার নির্মাণাধীন শ্রীশৈলম বাম তীর খাল (SLBC) প্রকল্পে দুর্ঘটনাটি ঘটেছে। সুড়ঙ্গের প্রবেশপথ থেকে ১৪ কিলোমিটার অন্দরে ধসে পড়েছে সুড়ঙ্গের ছাদ। জলসেচের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে ফোন করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে। খোঁজখবর নেওয়ার পাশাপাশি আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজে কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন।

সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৮ জনের পরিচয় সামনে এসেছে। তাঁদের মধ্যে দুজন প্রকৌশলী, একটি মার্কিন কোম্পানির অপারেটর রয়েছেন দুজন এবং বাকি চারজন শ্রমিক।