Nabanna (Photo Credits: Wikimedia)

গোয়েন্দা প্রধান রাজশেখরনের কাজে সন্তুষ্ট ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী নাম না করে সপ্তাহখানেক আগেই তাঁকে হুশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকী সাম্প্রতিককালে কসবায় তৃণমূল কাউন্সিলরের ওপর গুলি চালানোর ঘটনা হোক বা শিয়ালদহ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা হোক, কিংবা রাজ্যে বালি ও কয়লা চুরির ঘটনা নিয়ে বারবারই গোয়েন্দা বিভাগের দায়িত্ব, কর্তব্য নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী গত মাসে এই নিয়ে রাজ্য পুলিশককে কড়া ভাষায় ভর্ৎসনাও করেছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই বুধবার আর কোনও হুশিয়ারি নয়, সোজা রদবদলের সিদ্ধান্ত জানালেন তিনি।

জানা যাচ্ছে, রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এডিজি ট্রেনিং পদে। আগে এই পদে ছিলেন দময়ন্তী সেন। তাঁকে এই পদ থেকে সরিয়ে আনা হয়েছে এডিসি পলিসি পদে। অর্থাৎ রাজ্য পুলিশের নিতি নির্ধারকের দায়িত্ব পেতে চলেছেন তিনি। অন্যদিকে এডিজি পলিসি পদে থাকা শিবকুমারকে বদলি করে দেওয়া হল এডিজি ইবি পদ। আর এডিদি ইবি পদে থাকা রাজীব কুমারকে বদলি করে দেওয়া হল এডিজি আইজি অর্গানাইজেশন ও মর্ডানাইজেশন পদে।

যদিও রাজশেখরনের জায়গায় তাতে গোয়েন্দা পুলিশের প্রধান করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও এই বিষয়কে রাজ্য পুলিশের অধীনস্ত পুলিশকর্তাদের দাবি, এগুলি রুটিন বদল। সময় অনুযায়ী এই বদলগুলি হয়।