
দিল্লি, ২৬ মার্চ: মার্চেন্ট নেভি অফিসার খুন হোক বা চেন্নাইতে তথ্য প্রযুক্তি কর্মীর বিবাহ বিচ্ছেদের পরও কাঁদা ছোঁড়াছুড়ির ঘটনা, গোটা দেশ জুড়ে স্বামী (Husband), স্ত্রীর(Wife) সম্পর্ক নিয়ে কার্যত প্রশ্ন চিহ্ন পড়তে শুরু করেছে। এসবের মাঝে এবার উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরের বাসিন্দা কাল্লু কার্যত উদাহরণ তৈরি করলেন। তিনি যেন 'হম দিল দে চুকে সনম'-এর গল্পকে সত্যি করে তুলে আনলেন সবার সামনে।
শুনতে অবাক লাগলেও, এমনই একটি ঘটনা শুনে কার্যত চোখে জল আসতে শুরু করেছে বহু মানুষের মনে। রিপোর্টে প্রকাশ, কাল্লু ২০১৭ সালে বিয়ে করেন রাধিকাকে। ২০১৭ সালে বিয়ের পর কাল্লু এবং রাধিকার ২ সন্তান জন্ম নেয়। দুজনের সংসার সন্তানদের নিয়ে ভালই চলছিল।
হঠাৎ করে কাল্লু জানতে পারেন, তাঁর স্ত্রী অন্য কাউকে ভালবাসতেন বিয়ের আগে। সেই থেকে খোঁজ শুরু করেন কাল্লু। বহু খোঁজের পর কাল্লু বাবলু নামের এক ব্যক্তির খোঁজ পান যিনি রাধিকার প্রেমিক। সন্তানদের বড় করার দায়িত্ব নিজের কাধে নিয়ে কাল্লু স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দেন নিজের হাতে। গোটা গ্রাম দাঁড়িয়ে থেকে সেই বিয়ে দেখে। কাল্লুর সঙ্গে তাঁর সন্তানরাও মায়ের বিয়ে দেখে।
দেখুন ছবির মত ঘটনা উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে...
'बेचारा पति' बोला- तुम अपने प्यार संग जाओ, बच्चों को मैं पाल लूंगा... फिर मन्दिर मे उसके बॉयफ्रेंड से करा दी पत्नी की शादी, पूरा गांव बना इस विवाह का साक्षी
UP के मेरठ की मुस्कान,औरय्या की प्रगति यादव व मुंबई की रंजू चौहान द्वारा अपने प्यार की खातिर अपने हाथ से ही अपना सिंदूर… pic.twitter.com/4tyWAJeg3s
— TRUE STORY (@TrueStoryUP) March 26, 2025