Drunken Man Claimed On Electric Post (Photo Credit: Twitter)

হায়দরাবাদ, ১৩ জুন: স্ত্রী বাড়ি ছাড়ায় প্রতিবাদ করলেন স্বামী। স্ত্রীর বাড়ি ত্যাগের প্রতিবাদ করতে গিয়ে বিদ্যুতের পোলে উঠে পড়লেন স্বামী। শুনতে অবাক লাগলও, এমনই একটি ঘটনা এবার দেখা যায় হায়দরাবাদের (Hyderabad) সাইদাবাদের সিঙ্গারেণী কলোনিতে। যেখানে স্ত্রী বাড়ি ছাড়ায়, মনের দুঃখে বিদ্যুতের পোলের মাথায় উঠে পড়েন মত্ত স্বামী। যা দেখে স্থানীয়রা পুলিশ এবং বিদ্যুৎ দফতরে খবর দেন। ঘটনাস্থলে বিদ্যুৎ দফতরের কর্মীরা এবং পুলিশ হাজির হলেও প্রথমে মত্ত মোহন বাবু নামের বছর ২৫-এর যুবককে টেনে নামানো যায়নি। পরে অনেক চেষ্টায় মোহন বাবুকে বিদ্যুতের পোলের মাথা থেকে নীচে নামিয়ে আনা হয়।

পুলিশ বিদ্যুতের পোলের মাথায় চড়ে মোহন বাবু নামের ওই যুবককে সেখান থেকে নামিয়ে আনে।

দেখুন ভিডিয়ো...

 

পুলিশের কথায়, গত ২ বছরে এই নিয়ে মোহন বাবু নামের ওই যুবককে ৫বার বিদ্যুতের পোলের মাথা থেকে নীচে নামাতে হয়।