করোনাভাইরাস (Photo Credits: Pixabay)

কলকাতা, ২৩ মার্চ: বাংলায় প্রথম করোনা আক্রান্তে মৃত্যু। করোনাভাইরাসে (Coronavirus Outbreak) আক্রান্ত হয়ে সল্টলেকের বেসরকারি হাসপাতালে মৃত্যু হল বছর ৫৭-র এক বৃদ্ধের। রবিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সোমবার সকালে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। শুক্রবার রাতে জ্বর-সর্দি-কাশি নিয়ে আমরি হাসপাতালে (Amri Hospital) ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি।

১৩ মার্চ থেকে তাঁর জ্বর-সর্দি-কাশি হয়। এর পর ১৬ তারিখে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ১৯ তারিখ থেকে তাঁর করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায়। এরপর তাঁকে ভেন্টিলেটর এবং একমো সাপোর্টে রাখা হয়েছিল। নাইসেড এবং এসএসকেএম হাসপাতালে লালারসের নমুনা পাঠানো হয়। রিপোর্ট আসার পর জানা যায়, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, কিছুদিন আগেই ইতালি থেকে এসেছিল ওই বৃদ্ধের ছেলে এবং ছেলের বউ। তাদের থেকেই সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। ওই পরিবারের সকলকেই নজরবন্দি করে রাখা হয়েছে। সংক্রমণের আশঙ্কায় সৎকারের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে না প্রৌঢ়ের দেহ। আরও পড়ুন: Lockdown In West Bengal: জানুন রাজ্যের কোন জেলার কোথায় কোথায় লকডাউন, জেনে নিন কী কী পরিষেবা পাওয়া যাবে? 

পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। এদের মধ্যেই একজনের মৃত্যু হল সোমবার। করোনাভাইরাসের মোকাবিলায় কেন্দ্রের পরামর্শে রাজ্যে লকডাউনের (Lockdown) সিদ্ধান্ত নিয়েছে সরকার। কলকাতা (Kolkata) পুরসভা এলাকাসহ সোমবার বিকেল ৪টে থেকে রাজ্যের মোট ২৩টি জেলার বিভিন্ন পুর এলাকা থাকবে লকডাউন। যদিও পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্যান্য রাজ্যগুলিকে (৭৫টি জেলা)-কে ৩১ তারিখ পর্যন্ত লকডাউন সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কেন্দ্রের সেই পরামর্শ মেনে আগামীকাল বিকেল ৪টে থেকে ২৭ তারিখ রাত ১২টা পর্যন্ত রাজ্যে লকডাউন রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যদিও জরুরি পরিষেবাকে এর আওতায় রাখা হয়নি।