বেঙ্গালুরু, ৪ এপ্রিলঃ সকালে ঘুম থেকে উঠে বিছানার তলায় চিতাবাঘের দর্শন। পিলে চমকে উঠল বৃদ্ধ দম্পতির। পড়িমরি করে লাফ কেটে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন তাঁরা। এরপর চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের জড়ো করলেন ভীত দম্পতি। খবর দেওয়া হয় বন বিভাগে।
বাড়ির মধ্যে চিতাবাঘ ঢুকেছে সেই খবর নিমেষে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাঘ দেখতে বিপুল সংখ্যক লোক জড়ো হয় ওই বাড়ির বাইরে। স্থানীয় পুলিশের সহায়তায় বনকর্মীরা বাড়ির সামনের ভিড় সরায়। এরপর জালের সাহায্যে চিতাবাঘটিকে ধরেন তাঁরা। বেঙ্গালুরুর জিগানি পৌর আবাসিক এলাকার কুন্তলা রেড্ডি লেআউটের ঘটনা যেন নিদ্রা হরণ করেছে স্থানীয় লোকজনের। ওমন একটা সকালের কথা মনে পড়ে গেলেই গায়ে কাঁটা দিচ্ছে ভেঙ্কটেশ এবং ভেঙ্কটলক্ষ্মম্মা। ওই বৃদ্ধ দম্পতির ভাড়া বাড়িতেই চিতা বাঘটি আশ্রয় নিয়েছিল।
এক বন কর্মকর্তা জানাচ্ছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ থেকে ৭টার দিকে চিতাবাঘটিকে লোকালয়ে দেখতে পাওয়া যায়। বাঘটিকে ভয় দেখানোর জন্য কিছুজন পাথর ছুঁড়ে মারেন। ভীত চিতা পালিয়ে আশ্রয় নেওয়ার জন্যে দরজা খোলা পেয়ে ওই বৃদ্ধ দম্পতির বাড়ির মধ্যে ঢুকে পড়ে। দম্পতি প্রথমে ভেবেছিলেন, এটি একটি কুকুর। তাই প্রথমে বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু তার নড়াচড়া এবং গায়ের দাম দেখে কিছুটা সন্দেহ হয় ভেঙ্কটলক্ষ্মম্মার। কাছে গিয়ে দেখতেই বুঝলেন, কুকুর নয়, সাক্ষাৎ চিতা ঢুকে পড়েছে তাঁদের বাড়িতে। এরপরেই প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসেন তাঁরা। চিতা যাতে অন্যত্র পলাতে না পারে তাঁর জন্যে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন তাঁরা।