Devi Annapurna Puja Day (Photo Credit: X@Priyamvada227s)

বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার (Annapurna Puja 2025) পুজো করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান। আর পূর্ণা কথার অর্থ হলো পূর্ণ। মা দুর্গার আরেক রূপ হল অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা (Annada) নামেও পরিচিত। মা অন্নপূর্ণা কে বলা হয় অন্নদাত্রী (Devi Annapurna)। তিনি শক্তির অপর রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্ন পাত্র অন্য হাতে থাকে হাতা। ভারতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে কাশীতে। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল, সেই থেকে সেখানে মায়ের পুজোর প্রচলন হয় যা আজ অন্নপূর্ণা পুজো নামে বিখ্যাত। পুজোর দিন সকলে দর্শন করতে পারবেন দেবীর স্বর্ণ দ্বারা নির্মিত মূর্তি। এখন পুজোর দিন কী করবেন আর কী করবেন না জেনে নেব এক ক্লিকে

অন্নপূর্ণা পুজোর দিন কী কী  করবেন নাঃ-

  • অন্নপূর্ণা পুজোয় খাবার নষ্ট করবেন না। অন্নপূর্ণা অন্নের দেবী, তিনি অপচয় পছন্দ করেন না।
  • এই দিন আমিষ ভোজন করবেন না। এমনকি পুরুষরাও মদ্যপান  ও ধূমপান থেকে দূরে থাকবেন।
  • কাউকে দুর্বাক্য বলবেন না। এমন কোন ব্যবহার করবেন না যাতে অপর মানুষ দুখী হন।
  • মিথ্যে কথা বলবেন না। মিথ্যাচারে অসন্তুষ্ট হন দেবী।

অন্নপূর্ণা পুজোর দিন কী কী করলে পুণ্য লাভ হবেঃ

  • অন্নপূর্ণা পুজোর দিন দান করুন। নিজের ঘর থেকে চাল নিয়ে দান করুন গরিব মানুষদের।

    সম্ভব হলে ঘরে অন্ন রেঁধে গরিবদের খাওয়ান।

  • অন্নপূর্ণাা পুজোয় পরিষ্কার পোশাক পরুন।পাট অথবা সুতির বস্ত্র পরে পুজোয় বসুন।
  • মা দুর্গার সঙ্গে সঙ্গে শিবেরও আরাধনা করতে হবে এদিন। বাড়িতে অন্নপূর্ণার আরাাধনা হলে অন্নকূট করুন।
  • একটি জবা ফুলে লাল চন্দন লাগিয়ে তার মধ্যে একটি এলাচ দিয়ে দেবীর পুজো করুন।

    দরিদ্রকে পিতলের পাত্রে আতপ চাল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।