কয়েকমাস আগে জাল ওষুধ (Fake Medicine), জাল স্যালাইন নিয়ে শোড়গোল পড়েছিল বাংলায়। তারপরেও বিভিন্ন প্রান্ত থেকে জাল ওষুধ সংক্রান্ত খবর আসছেই। এবার ভুয়ো ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ল এক শিশু। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সোদপুরে। খবর জানাজানি হতে ক্ষোভে ফেঁটে পড়েন স্থানীয়রা। তাঁরা দোকানের সামনে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে দোকানটি সিল করে দিয়ে অভিযুক্ত মালিককে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে তদন্তকারীরা।
জাল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুটি
জানা যাচ্ছে, এদিন সন্ধ্যের দিকে সোদপুরের নীলগঞ্জ রোডের ওপর একটি দোকানে এক মহিলা তাঁর শিশুর জন্য ওষুধ কেনে। অভিযোগ, ওই ওষুধ খেয়ে অসুস্থ শিশু আরও অসুস্থ হয়ে পড়ে। তারপরই ওই মহিলা দোকানে গিয়ে ঝামেলা শুরু করেন। এদিকে স্থানীয় বাসিন্দারা এই হই হট্টোগোল শুনে দোকানের সামনে ভিড় করেন। খবর জানাজানি হতেই তাঁরাও বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থড়দহ থানার পুলিশ।
তদন্তে নেমেছে পুলিশ
যদিও পুলিশের সামনে দোকানের মালিক দাবি করেন যে তিনি কোনও জাল ওষুধ বিক্রি করেননি। তারপরেও বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও এই ভুয়ো ওষুধগুলি কোথা থেকে আসত এবং ওই এলাকায় আরও কোনও ওষুধের দোকান এই ধরনের ওষুধ বিক্রি করতেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।