Police, Representational Image (Photo Credit: File Photo)

ফের সোদপুর (Sodpur) থেকে গ্রেফতার হল এক মহিলা। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশি সন্দেহে ঘোলা থানা এলাকার একটি বহুতল থেকে গ্রেফতার করা হয় এক দম্পতিকে। তাঁকে জেরা করে বৃহস্পতিবার পানিহাটি থেকে আটক করা হল এক মহিলা। সেই সঙ্গে তাঁর ফ্ল্যাটেও তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক অবৈধ আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাঙ্কের নথিপত্র। ইতিমধ্যেই সোদপুর থেকে বাংলাদেশি সন্দেহ তিনজন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়েছে। যদিও এখনও ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

খতিয়ে দেখা হচ্ছে নথিপত্র

সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি ইন্দ্রবর্ধন ঝাঁ এই প্রসঙ্গে বলেন, গোপনসূত্রে বাংলাদেশি সন্দেহে এর আগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে আরও মহিলাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। তবে এখনই বলা যাচ্ছে না যে এরা সকলেই বাংলাদেশি নাগরিক কিনা। তদন্ত এখনও চলছে। তাঁদের নথিপত্রগুলি অবৈধ, সেগুলি এখনও যাঁচাই করা হচ্ছে।

সোদপুর থেকে আটক আরও দুই

প্রসঙ্গত, ধৃত মহিলা সম্প্রতি সোদপুরে ভাড়াটে হয়ে থাকতে শুরু করেছিলেন। এর আগেও বিবেকানন্দ পার্কের কাছে একটি বহুতল থেকে যে দম্পতিকে আটক করা হয়েছিল তাঁরাও সম্প্রতি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অভিযুক্তদের সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।