কলকাতা, ১৬ জুলাই: উপরাষ্ট্রপতি প্রার্থীপদ চমক বিজেপি (BJP)-র। সবাইকে অবাক করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) -কে উপরাষ্ট্রপতি (Vice President) পদে প্রার্থী করল দেশের শাসক দল। অমরিন্দর সিং থেকে রঞ্জন গগৈ- বিজেপি-র উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে অনেক নাম নিয়েই জল্পনা চলছিল। কিন্তু শেষ অবধি রাজ্যপাল হয়ে তৃণমূলের সরকারকে বাঙলায় চাপে রাখা জগদীপ ধনখড়কেই উপরাষ্ট্রপতি পদের জন্য বাছালেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেপি নাড্ডা-রা।
গত পাঁচ বছর ধরে দেশের উপরাষ্ট্রপতি আছেন ভেঙ্কাইয়া নাইডু। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। তাই আগামী মাসের প্রথম সপ্তাহে হতে চলেছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। অঙ্কের বিচারে সেই ভোটে ধনখড় এগিয়ে থাকবেন। রাষ্ট্রপতি ভোটের মত বিরোধীরা ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে ধনখড়ের বিরুদ্ধে কাকে দাঁড় করান সেটা দেখার।
দেখুন ভিডিও
#WATCH | Jhunjhunu, Rajasthan | People in Kithana, the native village of #JagdeepDhankhar celebrate after his name was announced as NDA's Vice President candidate. pic.twitter.com/lnFXuTZmFL
— ANI (@ANI) July 16, 2022
কৃষকের ছেল, জাঠ জগদীপ ধনখড়কে প্রার্থী করার পিছনে জাঠ ভোট কাছে টানার অঙ্ক কাজে দিল। পাশাপাশি গত তিন বছরে বঙ্গের রাজ্যপাল হিসেবে ধনখড়ের সক্রিয়তাও তাঁর পক্ষে গেল। আরও পড়ুন-ভার্চুয়ালি হোক তৃণমূলের শহিদ দিবস, দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা চিকিৎসকের
এক নজরে জগদীপ ধনখড়কে নিয়ে কিছু তথ্য
১) জন্ম- রাজস্থানের জাঠ পরিবারের সদস্য তিনি। কৃষক পরিবারের ছেলে। রাজস্থানের কিথানায় এক ছোট্ট গ্রামে ১৮ মে, ১৯৫১ সালে জন্ম হয়েছিল তাঁর।
২) রাজনৈতিক কেরিয়ার: ১৯৮৯-৯১ লোকসভায় সাংসদ ছিলেন। রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জনতা দলের টিকিটে জিতেছিলেন। পাশাপাশি যোধপুরের কাছে কিষাণগড়ের বিধায়ক (১৯৯৩-৯৮) ছিলেন তিনি।
৩) সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। রাজস্থানের হাই কোর্ট বার অ্যাসোসিয়েশেনের সভাপতি ছিলেন।
৪) কেশরীনাথ ত্রিপাঠির জায়গায় ২০১৯ সালের জুলাইয়ে পশ্চিমবাঙলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। বরাবরই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব তিনি। বেশ কিছু সময় তাঁর রাজ্য সরকার বিরোধিতা প্রশ্নের মুখে উঠেছে।
৫) লোকসভা নির্বাচনের আগে জাঠ ভোটের লক্ষ্যেই উপরাষ্ট্রপতি পদে ধনখড়কে প্রার্থী করা হল বলে মনে করা হচ্ছে।