পুজোর বাকি আর কয়েকটা দিন। এরপরেই কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন 'মা'। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলি। কলকাতার পুজো মানেই থিমের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে। লেটেস্টলি বাংলার পেজে দেখতে থাকুন কলকাতার সেরা পুজোগুলোর খুঁটিনাটি ঃ-
অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাব
থিমের চমকে টেক্কা দিতে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিচ্ছে প্রত্যেকটি পুজোমণ্ডপ। কিন্তু এর মধ্যেই বাস্তব ও পৌরাণিক ভাবনাকে একত্র করে নিজেদের থিমকে সাজিয়ে নিচ্ছে বাগুইআটির অশ্বিনী নগর বন্ধু মহল ক্লাব। ৪৩ বছরে এবার তাদের ভাবনা জুমরফিজম। সৃজনে আছেন সম্রাট ভট্টাচার্য্য
Zoomorphism শব্দটি বহুল প্রচারিত নয়। জু অর্থাৎ পশুর দেহের সঙ্গে মানব দেহের যখন সংমিশ্রণ বা মরফ ঘটানো হয় তখন সেই তত্ত্বকেই জুমরফিজম বলে। ভারতবর্ষ ছাড়াও অন্যান্য প্রাচীন সভ্যতাতে এর নিদর্শন দেখা গেছে। ভারতীয় পুরাণে জুমরফিজমের প্রথম ও প্রধান উদাহরণ গণেশ। আবার কখনও পবণ পুত্র হনুমানের মধ্যেও দেখা যায় জুমরফিজম। রামায়ণের জটায়ু ও একটি জুমরফিজমের প্রকৃষ্ট উদাহরণ। তাই বিশালাকার লোহার তৈরি একটু জটায়ু স্থান পেয়েছে মন্ডপে।