দার্জিলিং: দার্জিলিং (Darjeeling) রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটনই এই রাজ্যের বাসিন্দাদের একমাত্র উপার্জনের মাধ্যম। দার্জিলিঙের মধ্যে সমতলও রয়েছে। পাহাড় এবং সমতলের সমন্বয়ে তৈরি এই লোকসভা কেন্দ্র।
বিধানসভা কেন্দ্র: কালিম্পং, দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া–নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া।
দার্জিলিং লোকসভা কেন্দ্র প্রধান দুটি এলাকা দার্জিলিং এবং শিলিগুড়ি(Siliguri)। শিলিগুড়িকে উত্তর–পূর্বের গেটওয়ে বলা হয়ে থাকে। সেকারণে এই রাজ্যে মিশ্রসংস্কৃতির মানুষের বসবাস।
সেকারণেই দার্জিলিং জেলার রাজনৈতিক সমীকরণও একটু অন্য প্রকৃতির। বাম আমল থেকেই পাহাড়ে অসন্তোষের প্রভাব বেশি দেখা গিয়েছে। ঘিসিং থেকে বিমল গুরুং দুই নেতার দাপটে আগুন জ্বলেছে পাহাড়ে।
২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল:
সুরিন্দর সিং আলুওয়ালিয়া(বিজেপি)—প্রাপ্ত ভোট ৪,৮৮,২৫৭( SS Aluwalia)
বাইচুং ভুটিয়া (তৃণমূল কংগ্রেস)—প্রাপ্ত ভোট ২,৯১, ০৮১(Baichung Bhutia)
সমন পাঠক(সিপিএম)—প্রাপ্ত ভোট ১,৬৭,১৮৬(Saman pathak)
সঞ্জয় ঘটক—প্রাপ্ত ভোট ৯০,০৭৬
২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী:
অমর সিং রাই —তৃণমূল কংগ্রেস (Amar Sing Rai)
রাজু বিস্তা—বিজেপি
শঙ্কর মালাকার—কংগ্রেস
সমন পাঠক—সিপিএম
মন্তব্য: বাম কী তৃণমূল দুই শাসকের শাসনেই উত্তপ্ত থেকেছে পাহাড়। পাহাড়বাসীর মন জয় করতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া হাতে পাহাড়ের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন তিনি। এবারে লোকসভা ভোটে পাহাড় দখলে মরিয়া তৃণমূল। সেকারণেই সেখানকার পরিচিত ব্যক্তিকেই প্রার্থী করা হয়েছে। বিজেপিও সেই পথেই হাঁটছে। তাই গতবারের জয়ী সাংসদকে আর এবার এখান থেকে টিকিট দেয়নি তারা।