Cyclone Sitrang, (Photo Credits: Twitter)

কলকাতা, ২৪ অক্টোবর: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আগেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এবার ঘূর্ণিঝড় সাতরাং আরও শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনে পরিণত হচ্ছে। সমুদ্রে চোখ রাঙাতে শুরু করেছে সিতরাং। আগামিকাল, সকালে বাংলাদেশের বরিশালে আছড়ে পড়তে পারে সিতরাং।

বাংলায় সিতরাংয়ের কোনও প্রত্যক্ষ প্রভাব না পড়লেও, বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টি হবে। রাজ্যের উপকুলবর্তী অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। দুই ২৪ পরগণায় হতে পারে অতি ভারী বৃষ্টি।আরও পড়ুন-ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের উদ্যোগ

দেখুন টুইট

ঘূর্ণিঝড় সিতরাং এখন বাংলার সাগরদ্বীপ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। আইএমডি জানিয়েছে তা ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পাশাপাশি জানানো হয়েছে সিতরাং বাংলাদেশের বরিশালের ৫২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ১৯ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে অবস্থান করছে।