দুর্গাপুজো পেরিয়ে লক্ষ্মীপুজো যেতেই চিকিৎসকদের অনশনমঞ্চে রাজ্য সরকার। নবান্ন থেকে মুখ্যসচিব মনোজ পন্থের ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কথা বলেন আন্দোলনরত দের (Junior Doctors) সঙ্গে। আগামী মঙ্গলবার রাজ্যজুড়ে স্বাস্থ্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন চিকিৎসকেরা। এই ঘোষণার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। অনুরোধ করা হয় অনশন তুলে নেওয়ার জন্য। এমনকী আগামী সোমবার জুনিয়র চিকিৎসকদের বৈঠকে বসার জন্যও ডাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ২১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে নবান্নে আসতে বলেন তিনি। যদিও আবারও রাজ্য সরকারের প্রতিশ্রুতিতে আন্দোলন তুলবেন কিনা তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি দেবাশিষ, কিঞ্জলরা।
শনিবার অনশমঞ্চে ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, আমি পায়ে ধরে সকলের কাছে অনুরোধ করছি, আপনারা অনশন তুলুন। দিদি হিসেবে বলছি সকলে কাজে যোগ দিন। হাসপাতালের জন্য ১১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা না দিলে রোগীর আমরা বেশ কয়েকটি দাবি পূরণ করেছি। প্রথম ৪টি দাবি মেনে নেওয়া হয়েছে। শুধু স্বাস্থ্যসচিবকে সরানো হয়নি। ৩-৪ মাস সময় দিতে মেডিকেল কলেজগুলিতে নির্বাচন হবে। আপানারা আপাতত অনশন তুলে নিন।
প্রসঙ্গত, এই দাবিগুলি নিয়ে আবারও সোমবার আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। কিন্তু নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য সরকারের লিখিত প্রস্তাব চায় জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের দাবি, শুধু নির্বাচন হবে এই কথাটি নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াতে পারে, সেই কারণেই বিষয়টি লিখিতভাবে দিলে তাহলে সবকিছু স্পষ্ট থাকবে।