বাংলায় হবে , সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও বিতর্কিত মন্তব্য করার জন্য এমনিতেই বিখ্যাত ভরতপুরের বিধায়ক। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার যখন এদেশে প্রতিবাদ অব্যাহত, তখন সেই আবহে হুমায়ুনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবারই বলেছেন, অযোধ্যায় প্রতিষ্ঠিত রাম মন্দিরের বর্ষপূর্তিতে বাংলাতেও এই নিয়ে একটি ঘোষণা হতে পারে। বিজেপি বাংলায় রাম মন্দির প্রতিষ্ঠা করার ভাবনাচিন্তা করছেন। তবে মসজিদ তৈরি হবে বলেই যে রাম মন্দির করা হচ্ছে, এমন বিষয় একদমই নয়। বাংলায় মসজিদও যেমন হতে পারে, তেমন মন্দিরও হতে পারে।
সূত্রের খবর, মুর্শিদাবাদেই তৈরি হতে পারে এই রাম মন্দির। এই নিয়ে একটি ট্রাস্টও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার। মন্দির তৈরির জন্য ভরতপুর, বেলডাঙা সহ একাধিক জায়গায় জমি দেখা হচ্ছে। মোট ৪টি জমি এখনও পর্যন্ত দেখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২২ জানুয়ারির মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই সময়ে আসতে পারেন।
যদিও বাবরি মসজিদের আদলে ভরতপুরের বিধায়ক যে মসজিদ তৈরি করার দাবি জানিয়েছেন সেই নিয়ে বিশেষ মন্তব্য করতে চাননি বিজেপি নেতৃত্ব। তবে এই নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানউতোর চলছে, তা কিন্তু বেশ ভালোই স্পষ্ট হচ্ছে।