আরজি করের ঘটনার পর রাজ্য তথা দেশজুড়ে যে বিক্ষোভ হয়েছে, তার জেরে তড়িঘড়ি ধর্ষণ বিরোধী বিল নিয়ে এসেছে রাজ্য সরকার। তবে এই বিলকে অব্যবহারযোগ্য বলে দাবি করেছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। বুধবার তিনি বলেন, রাজ্য সরকারের আইন প্রণয়নের ক্ষমতা আছে ঠিকই, কিন্তু তাঁরা যে বিলটি এনেছে সেটি একেবারেই অব্যবহারযোগ্য। দেশের কোনও এজেন্সিই সীমিত সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে পারে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার হওয়া সম্ভব নয়। এগুলি নিতান্তই জনপ্রিয় শব্দগুচ্ছ, এতে জনসাধারণের কোনও লাভই হবে না। এই আইনে তো রাষ্ট্রপতি সম্মতি দেয়নি, ফলে আগামীদিন এই নিয়ে কেন্দ্রের সঙ্গে আরও সংঘাতে জড়াবে রাজ্য সরকার। এটাই মুখ্যমন্ত্রীর আসল উদ্দেশ্য ছিল।
সিপিএম নেতা বিকাশ রঞ্জন আরও বলেন, এরা আবারও কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে, এই কারণেই এই বিল আনা হয়েছে। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে জনগণ হতাশ ও বিক্ষুব্ধ। উনি শুধু মানুষকে মূল ইস্যু থেকে মানুষদের সড়ানোর চেষ্টা করছে। প্রসঙ্গত, তৃণমূল সরকারের ধর্ষণ বিরোধী আইন অপরাজিতা বিল পেশ করার পর বিতর্ক শুরু হয়েছে সমস্ত মহলে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ২০২১-এ যখন এই সংক্রান্ত একটি চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিল, তখন তিনি কোনও সদুত্তর দেননি।
#WATCH | Kolkata: On the anti-rape bill brought by the West Bengal government, CPI(M) MP and Counsel for RG Kar victim’s family, Bikash Ranjan Bhattacharya says, "They have the legislative power to enact a law, and accordingly, they have brought a bill but this is absolutely… pic.twitter.com/aOMHtY6ebD
— ANI (@ANI) September 4, 2024