Rain, Thunderstorms (Photo Credit: File Photo)

কলকাতাঃ শনি (Saturday) সন্ধ্যায় (Evening) স্বস্তির বৃষ্টিতে (Rain) ভিজেছে বঙ্গ। তার সঙ্গে ঝড়ো হাওয়া ছিল উপড়ি পাওনা। এদিন কালবৈশাখীর সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গের (West Bengal) বেশকিছু জেলা (District)। রবিতেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। ইতিমধ্যেই ৯ টি জেলায় জারি কমলা সতর্কতা। বৃষ্টির জন্য ইতিমধ্যেই খানিকটা কমেছে তাপমাত্রা। ভ্যাপসা গরম থেকে মিলেছে মুক্তি। রবিতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। রবি সকালে কলকাতা-সহ জেলায় জেলায় বেশ আরামদায়ক আবহাওয়া। রোদের তেজ তেমন নেই বুললেই চলে। আজ সারাদিন আংশিকভাবে মেঘলা থাওকবে আকাশ, এমমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পয়লা বৈশাখে বৃষ্টির ভ্রূকুটি? ভিজতে চলেছে কোন কোন জেলা?

আগামী, মঙ্গলবার অর্থাৎ বাঙালি নববর্ষ পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। রবি সন্ধ্যায়, ফের ভিজতে চলেছে কলকাতা-সহ উপকূলের বেশকিছু জেলা। প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। তবে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে সঙ্গে দু'টি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে এই ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আগামী পাঁচদিন পূর্ব ভারতের প্রতিটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।

রবিবারও বৃষ্টিতে ভিজবে বাংলা?