Adhir Chowdhury (Photo Credit: ANI/Twitter)

বহরমপুর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কট্টর সমালোচক কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। শেষ প্রাপ্ত আপডেট অনুসারে, প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেস নেতা ইউসুফ পাঠানের (Yusuf Pathan) থেকে ৭২ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন অধীর চৌধুরী, এমনকি বিজেপি প্রার্থী নির্মল সাহার থেকে পিছিয়ে তিন নম্বরে নেমে গিয়েছেন তিনি বলে জানা গিয়েছে। পাঁচবারের সাংসদ এবং বিদায়ী লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী বহরমপুরের একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা, তিনি ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত পরপর তিনবার কংগ্রেস দলের হয়ে জয়লাভ করেন। ২০১১ সাল থেকে বাংলায় ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখনও এই আসনে জিততে পারেনি। ২০১৯ সালে এই কেন্দ্রে তৃণমূলের অপূর্ব সরকারকে ৮০,৬৯৬ ভোটে পরাজিত করেন অধীর রঞ্জন চৌধুরী। সপ্তদশ লোকসভায় তিনিই ছিলেন বাংলার একমাত্র কংগ্রেস সাংসদ। Barrackpur Lok Sabha Election Results 2024 Live: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কী অবস্থা এ বার? জেনে নিন ঝটপট

অধীর চৌধুরী ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যও ছিলেন। ইউপিএ সরকারের আমলে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রধান এবং রেল প্রতিমন্ত্রী ছিলেন। গত ১৩ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ হয় বহরমপুর লোকসভা কেন্দ্রে। বিরোধী ব্লক ইন্ডিয়ার অংশ হলেও তৃণমূল কংগ্রেস বাংলায় একাই রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে। রাজ্যে কংগ্রেস ও বামফ্রন্টের আসন সমঝোতা রয়েছে, যার অধীনে বামপন্থীরা ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং কংগ্রেস বাকি ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৩৪ টি আসন পেয়ে রাজ্যে ভোটের সিংহভাগ দখল করেছিল, যেখানে বিজেপিকে মাত্র ২ টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সিপিএম ও কংগ্রেস পায় যথাক্রমে ২ ও ৪টি আসন।