Glenn Phillips. (Photo Credits: X)

নিজের সিংহাসনটা অন্য একজনকে দিতে চাইলেন বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। গতকাল, রবিবার দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ফাইনালে অবিশ্বাস্য একটি ক্যাচ লোফেন কিউই ফিল্ডার গ্লেন ফিল্পিস (Glenn Phillips)। কিউই অধিনায়ক তথা স্পিনার মিচেল স্যান্টনারের বলটা মিড অফে মেরেছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার শুবমন গিল। গিলের তীব্র গতির শটটা অনেকটা উঁচুতে লাফিয়ে বাজপাখির কায়দায় এক হাতে লুফে নেন ফিল্পিস। ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় রাখা হচ্ছে ক্যাচটিকে। অনেকেই বলছেন, জন্টি রোডসকেও পিছনে ফেলে দিচ্ছেন ফিল্পিস।

গ্লেন ফিল্পিসকে সেরা বাছলেন জন্টি রোডস

এক্স প্ল্যাটফর্মে এক ইউজার জন্টিকে উদ্দেশ্য করে লেখেন, আমাদের প্রজন্মের সেরা ফিল্ডার গ্লেন ফিল্পিস। এরপর তিনি জন্টিকে সরি বা দু:খিত বলে লেখেন। সেই পোস্টে ফিল্পিসের অবিশ্বাস্য ক্যাচের ভিডিয়োটাও ছিল। এই পোস্টের জবাবে জন্টি রোডস লিখলেন, " সরি জানিও না, আমি তোমার সঙ্গে একমত।" তার মানে জন্টি রোডস বললেন, আধুনিক ক্রিকেটে সবার সেরা গ্লেন ফিল্পিস। শুধু এই ম্যাচেই নয় আন্তর্জাতিক ক্রিকেটে বারবার অবিশ্বাস্য কিছু ক্যাচ, দারুণ সব সেভ করেছেন ২৮ বছরের দক্ষিণ আফ্রিকায় জন্মানো এই কিউই ক্রিকেটার। নিউ জিল্যান্ডের জার্সিতে ১৫টি টেস্ট, ৪৪টি ওয়ানডে ও ৮৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ফিল্পিস।

দুবাইয়ে ফাইনালে অবিশ্বাস্য ক্যাচ লোফেন গ্লেন ফিল্পিস 

 

জবাবে কী বললেন জন্টি রোডস

 

জন্টির কথা

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস শুধু দুরন্ত ফিল্ডিং করেই যে কত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তার ঠিক নেই। অনেকেই বলেন, শুধু স্পেশালিস্ট ফিল্ডার হিসেবেও অনায়াসে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতেন জন্টি। বাজপাখির মত উড়ে অসম্ভব কঠিন ক্য়াচ লোফা থেকে, তীক্ষ্ম টিপে রান আউট, পয়েন্টে দাঁড়িয়ে অবিশ্বাস্য সব শট বাঁচিয়ে জন্টিই বিশ্ব ক্রিকেটে ফিল্ডিংয়ের সিংহাসনে বসেন। ব্যাটার হতে চাইলে কারও মডেল হতে পারে সচিন, কারও আবার লারা।

দৃষ্টান্তের রোডস

পেস বোলার হতে চাইলে ওয়াসিং আক্রাম বা জশপ্রীত বুমরা, স্পিনার হতে চাইলে শেন ওয়ার্ন বা মুরলীধরন কিংবা অনিল কুম্বলে। কিন্তু ফিল্ডার হতে চাওয়া মানেই 'ওয়ান অ্যান্ড অনলি' রোডস।