কলকাতাঃ রাজ্য রাজনীতির অন্যতম ঘটনাবহুল কেন্দ্র হল ব্যারাকপুর কেন্দ্র। প্রায় বেশিরভাগ সময়ই শিরোনাম দখল করে নেয় এই ব্যারাকপুর শিল্পাঞ্চল। একসময় বামেদের (CPIM)  গড় ছিল এই ব্যারাকপুর। তবে ২০০৯ থেকে এখানে দুই ফুলের লড়াই। চব্বিশের নির্বাচনে (Lok Sabha Election 2024) এই কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অর্জুন সিং। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন পার্থ ভৌমিক। সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন অভিনেতা দেবদূত ঘোষ।

২০১৯ সালে এই কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে গেরুয়া ঝড় আসে। সে বার তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়ে ৪ লক্ষ ৭২ হাজার ৯৯৪ ভোটে জেতেন অর্জুন সিং। সিপিআইএমের গার্গী চট্যোপাধ্যায় পেয়েছিলেন ১০ শতাংশ ভোট। ২০১৪ সালে এই কেন্দ্রে ফুল ফুটিয়েছিল তৃণমূল। ৪ লক্ষ ৭৯ হাজার ২০৬ ভোটে জিতেছিলেন তিনি। সে বার দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। বিজেপির রুমেশ কুমার হান্দা ছিলেন তৃতীয় স্থানে। এ বারের নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই কেন্দ্রে তা আঁচ করাই যাচ্ছে। ২০ শে মে, অর্থাৎ পঞ্চম দফায় এই আসনে ভোট গ্রহণ হবে। ফলাফল ৪ ঠা জুন।