Crowd Celebrating India’s Champions Trophy Win Attacked With Stones in MP (Photo Credits: X)

রবিবার, ৯ মার্চের রাত ছিল প্রতিটা ভারতবাসীর কাছে উদযাপনের রাত। আইসিসি চ্যাম্পিন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) চ্যাম্পিয়ান হয়েছে ভারত। ৪ উইকেটে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়েছে রোহিতের দল। টিম ইন্ডিয়ার জয়ের আনন্দে রাস্তায় বেরিয়ে উচ্ছ্বাসে মাতেন বাচ্চা থেকে বুড়ো। আনন্দ উদযাপনের মাঝে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মাহুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় উদযাপনকারী সমর্থকদের উপর পাথর ছুড়ে হামলা চালানোর অভিযোগ উঠল।

দুই গোষ্ঠীর মধ্যে হামলা এবং পালটা হামলার জেরে সংঘর্ষ বাধে। জামা মসজিদের কাছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আগুন জ্বালানোর অভিযোগ ওঠে। বেশ কিছু যানবাহনে, দোকানে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিক্ষোভকারীদের থামাতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। তবে এই ঘটনার জেরে কোন হতাহতের খবর নেই। এলাকার পরিস্থিতিও নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুনঃ চ্যাম্পিন্স ট্রফিতে ভারতের অনবদ্য জয় উদযাপন হায়দরাবাদে, ভক্তদের উপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ

আগুন জ্বালিয়ে বিক্ষোভঃ

 

জামা মসজিদের কাছে ঢিল ছোঁড়াছুড়িঃ

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষঃ

এই ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্কের সঞ্চার হয়েছে। হামলার পিছনে যারা রয়েছে সেই সকল অভিযুক্তদের শনাক্ত করার জন্য পুলিশ কর্তৃপক্ষ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে।