Gulmarg Fashion Show (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১০ মার্চ: গুলমার্গের (Gulmarg Fashion Show) ফ্যাশন শো নিয়ে শুরু হয়েছে জোর কদমে বিতর্ক। রোজার (Ramadan) মাসে কেন গুলমার্গে এই ধরনের ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়, তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। গুলমার্গে এই ফ্যাশন শোয়ের আয়োজন করে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) সংস্কৃতিকে পালটে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। জম্মু কাশ্মীরের সাংস্কৃতিক পরিসরে অন্য কিছু প্রবেশ করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন গ্র্যান্ড মুফতি নাসির-উল-ইসলাম।

দেখুন গুলমার্গের ফ্যাশন শোয়ের সেই ঝলক...

 

তিনি বলেন, প্রায় অর্ধনগ্ন মহিলা এবং পুরুষরা র্যাম্পে হাঁটছেন। যা একেবারে অবাঞ্ছিত।  ফ্যাশন শোয়ের নামে যা হচ্ছে, তার সঙ্গে কাশ্মীরের সংস্কৃতির কোনও মেল বন্ধন নেই। ধর্মীয় কারণেও এই  ফ্যাশন শো অবাঞ্ছিত বলে মন্তব্য করেন গ্র্যান্ড মুফতি।

এসবের পাশাপাশি এই ধরনের ফ্যাশন শোয়ের জন্য যাঁরা দায়ি, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক বলেও দাবি করেন তিনি।