দুদিন ধরে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি হয়েছে গতকাল। ৬ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার তাই লক্ষ্মীবারে লক্ষ্মীর নজর কতটা থাকে এই বঙ্গের দিকে? বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে সেদিকেই ছিল নজর। অনুষ্ঠানের শেষ বিনিয়োগের অঙ্ক জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানা গেছে মোট ৪,৪০, ৫৯৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বাংলায়। বিনিয়োগের প্রস্তাব এসেছে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের তরফেও। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে আরও জানিয়ছেন যে গত ৭টি বাণিজ্য সম্মেলনে ১৯ লক্ষ কোটিরও বেশি বিনিয়োগ এসেছে রাজ্যে। তার মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্য সম্পূর্ণ হয়ে গেছে। আরও ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রক্রিয়া চলছে। সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অষ্টম বাণিজ্য সম্মেলনে মোট ২১২টি মউ সাক্ষর হয়েছে।গত বছর শিল্প সম্মেলনে ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছিল । সেটাই এবার বেড়ে হল ৪ লক্ষ ৪০ হাজার কোটি । এর উপর ভিত্তি করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অষ্টম সংস্করণ সফল ।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন রাজ্য ৯১ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেতেই মুখ্যমন্ত্রীর গলায় ছিল গর্বের খতিয়ান।মুখ্যমন্ত্রী এদিন বলেন, "শিল্প সম্মেলনের প্রথম দিনে আমি সন্তুষ্ট । কারণ মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরা বিনিয়োগের যে ঘোষণা করেছেন, তাতে নতুন করে আমার বলার কিছু নেই । বাংলা এখন বাণিজ্যের গন্তব্য । শিল্পপতিরা সকলেই বলেছেন, এবারের শিল্প সম্মেলন সবদিক থেকেই ইউনিক এবং অনেক বড় মাপের হয়েছে । তবে সবমিলিয়ে কত টাকার বিনিয়োগ প্রস্তাব বা আরও কী কী এল সেটা এক্ষুণি বলতে পারব না ৷ কারণ, বৃহস্পতিবার বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বিটুবি এবং বিটুজি কর্মসূচি রয়েছে ।"
BGBS 2025 Secures Over ₹4.40 Lakh Crore in Investment Proposals: CM Mamata Banerjee
Read More: https://t.co/SwTAUbvDWe pic.twitter.com/Hnb7YAUYag
— All India Radio News (@airnewsalerts) February 6, 2025
এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই যে গুরুত্বপূর্ণ মউ চুক্তিগুলি হল তার মধ্যে রয়েছে পর্যটন দফতরের সঙ্গে বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং আইটিসি-র মউ চুক্তি । এদিন একইসঙ্গে মউ চুক্তি হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর এবং ব্রিটিশ কাউন্সিলের ৷ এছাড়া উচ্চশিক্ষা দফতরের সঙ্গে মাইক্রোসফটেরও মউ চুক্তি হয়েছে ।