কলকাতা: চিনের সঙ্গে সখ্যতা বাড়িয়ে ব্রিকস গোষ্ঠীভুক্ত হওয়ার স্বপ্ন চুরমার হয়েছে বাংলাদেশের। চিনের আসল রূপও চিনতে পেরেছে তারা। সূত্রের খবর, ভারতের আমন্ত্রণে জি ২০ সামিটে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে আসন্ন রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন (UNGA) নিয়ে প্রচুর আশায় বুক বেঁধেছে বাংলাদেশ।
শনিবার সন্ধ্য়ায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডাঃ এ কে আব্দুল মোনেন (Bangladesh Foreign Minister Dr A.K. Abdul Momen) বলেন," ৭৮ তম রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন থেকে আমাদের অনেক আশা রয়েছে। সমগ্র বিশ্বের অধিকাংশই বিভক্ত (whole world is divided) এবং বাংলাদেশ (Bangladesh) বিশ্বাস করে যে বহুপাক্ষিকতাই এগিয়ে যাওয়ার পথ। আমাদের অনেক চ্যালেঞ্জ যেমন জলবায়ু পরিবর্তন (climate change), দেশ জুড়ে মূল্যস্ফীতি (price inflation), খাদ্য নিরাপত্তাহীনতা (food insecurity) এবং এমনকী পারমাণবিক যুদ্ধের হুমকি রয়েছে। তাই স্বাভাবিকভাবেই, আমরা ভেবেছিলাম রাষ্ট্রসংঘের (United Nations)মতো একটি প্রতিষ্ঠান, আলাপ-আলোচনার মাধ্যমে সেসব সমস্যার সমাধান হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত আমরা খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারিনি।"
#WATCH | Foreign Minister of Bangladesh Dr A.K. Abdul Momen says, "We have a lot of hopes from the 78th UNGA, most of the whole world is divided and Bangladesh believe that multilateralism is the way to go. We have so many challenges like climate change, price inflation across… pic.twitter.com/Jxl5519Yct
— ANI (@ANI) September 23, 2023