Earthquake In West Bengal: দুর্গাপুরে ভূমিকম্প, সাতসকালে কাঁপল পশ্চিম বর্ধমানের এই শহর
ভূমিকম্প (Photo Credits: PTI)

দুর্গাপুর, ২৬ আগস্ট: বুধবার সাতসকালেই রাজ্যে ভূমিকম্প (Earthquake)। এবার কেঁপে উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুসারে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.১। সকাল সাতটা বেজে ৫৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের জেরে দুর্গাপুর এলাকায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পর্যন্ত মেলেনি। এদিকে গতকাল মঙ্গলবার মৃদু ভূমিকম্প টের পেয়েছিলেন উত্তরাখণ্ডের গারোয়াল জেলার তেহরি এলাকার বাসিন্দারা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট বলছে, মঙ্গলবার সন্ধ্যা ৬.১৮ মিনিটে তেহরিতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪। তবে এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। আরও পড়ুন-Haryana Assembly Session Begins Today: কোভিড প্রোটোকল মেনে বুধবার শুরু হরিয়ানা বিধানসভার বর্ষাকালীন অধিবেশন, থাকছেন না করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর

এর আগে গত রবিবার ২৩ আগস্ট মহারাষ্ট্রের পালঘর জেলায় ভূমিকম্প হয়েছিল। কম্পনের পর ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে জানানো হয় যে, দাহানু তহশিলের আইনা গ্রাম হল ভূমিকম্পের উপকেন্দ্র। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮ ম্যাগনিচিউড। যদিও ভূকম্পন জনিত সম্পত্তিহানি বা প্রাণহানির কোনও খবর মেলেনি। এর আগে গত ১৫ আগস্ট গুজরাটের সৌরাষ্ট্র এলাকায় ৩.৫ ম্যাগনিচিউডের কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি অনুসারে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল জামনগরের লালপুর এলাকা। স্বাধীনতা দিবসের সন্ধ্যা পাঁচটা বেজে সাত মিনিটে কম্পন টের পায় সৌরাষ্ট্রের বাসিন্দারা। জানা গিয়েছে, লালপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৪.৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল।