Virat Kohli. (Photo Credits: X)

চোট সারিয়ে প্রথম একাদশে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার কটকে হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলবেন কোহলি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশ, কোহলির হাঁটুর চোটের সমস্যা পুরোপুরি সেরে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ঝুঁকি নিতে চান না বলেই নাগপুরে বিশ্রাম নিয়েছিলেন কোহলি। প্রসঙ্গত কাল, বৃহস্পতিবার বাটলার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে হাঁটুর চোটের খেলতে পারেননি টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কোহলিকে ছাড়াই অনায়াসে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

কার জায়গায় কোহলি

নাগপুরে ২৪৮ রান তাড়া করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন ম্যাচের সেরা শুবমন গিল (৮৭), শ্রেয়স আইয়ার (৩৬ বলে ৫৯) ও অক্ষর প্যাটেল (৪৭ বলে ৫২)। মাত্র ৩৮.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে যান রোহিত শর্মা-রা।

দলে ফিরছেন কোহলি 

 

কটকে খেলবেন কোহলি

কোহলি প্রথম একাদশে ফিরলে রিজার্ভ বেঞ্চে বসতে হবে ওপেনার যশস্বী জয়সওয়ালকে। ১৯টি টেস্ট খেলার পর নাগপুরে ওয়ানডে অভিষেক হওয়া যশস্বী ১৫ রানে আউট হন। কোহলি ফিরলে কটকে ওপেন করতে পারেন রোহিত শর্মা ও শুবমন গিল। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের শেষ ম্যাচে খারাপ ফর্মের কারণে বাদ পড়ার পরও, প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে নেমে নাগপুরে রান না পাওয়া অধিনায়ক রোহিতের ওপর চাপ বাড়ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরতেই হবে রোহিতকে।