Sri Lanka National Cricket Team vs Australia National Cricket Team: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও চলছে গলের গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দীনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিসের হাফসেঞ্চুরির পরও শ্রীলঙ্কার স্কোর ২২৯/৯ রানে নামিয়ে আনে অস্ট্রেলিয়া। ১৬৩ বলে ৭৪ রান করে দিনের সর্বোচ্চ রান করেন চান্দিমাল, মেন্ডিসও ৫৯ রানে অপরাজিত থাকেন। তবে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে লড়াই করতে হয়েছে শ্রীলঙ্কার বাকি ব্যাটিং অর্ডারকে। এই ম্যাচে নাথান লায়ন ও মিচেল স্টার্ক ৩টি করে উইকেট নেন। এছাড়া ম্যাথু কুহনেম্যান ও ট্রাভিস হেড গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আজ শ্রীলঙ্কা কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করতে চাইবে, অন্যদিকে অস্ট্রেলিয়া ইনিংস দ্রুত গুটিয়ে ফেলার চেষ্টা করবে। Cooper Connolly Test Debut: বাবা মায়ের উপস্থিতিতে শ্রীলঙ্কা টেস্টে অভিষেক অজিদের নয়া তারকা কুপার কনোলির
বিদায় বেলায় দিমুথ করুণারত্নে
More Pictures : 🇱🇰🏏 @IamDimuth ‘s 100th Tests Felicitation Ceremony #sportspavilionlk #danushkaaravinda #SLvAUS #SLvsAUS #DimuthKarunaratne pic.twitter.com/d46vpQjXVJ
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) February 6, 2025
শ্রীলঙ্কা স্কোয়াডঃ দিমুথ করুনারত্নে, ওশাদা ফার্নান্দো, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জেফরি ভ্যান্ডারসে, নিশান পেইরিস, পাথুম নিসাঙ্কা, সোনাল দিনুশা, লাহিরু উদারা, মিলন প্রিয়নাথ রথনায়েকে।
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ উসমান খোয়াজা, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), জশ ইংলিস, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, ম্যাথু কুহনেমান, স্কট বোল্যান্ড, নাথান ম্যাকসুইনি, শন অ্যাবট, কুপার কনোলি, স্যাম কনস্টাস।।
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
৭ ফেব্রুয়ারি গল আন্তর্জাতিক স্টেডিয়ামে (Galle International Stadium) আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে।