
পাকিস্তান-ভারত দুই দেশের রাজনৈতিক দূরত্ব যতই থাকুক, দুই দেশের বাসিন্দাদের মধ্যে রয়েছে সূক্ষ্ম আত্মার টান। দেশ আলাদা হলেও ভারতীয় হিন্দু সংস্কৃতির প্রতি পাকিস্তানি হিন্দুদের রয়েছে আস্থা ও বিশ্বাস। সেকারণেই পাকিস্তান থেকে দেবভূমি ভারতের মহাকুম্ভে যোগ দিলেন সিন্ধু প্রদেশ থেকে ৬৮ জন হিন্দু ভক্তের একটি দল। গতকাল (৬ ফেব্রুয়ারি, ২০২৫) তারা প্রয়াগরাজে পৌঁছে সঙ্গমের পবিত্র জলে ডুব দিয়েছিল। উত্তরপ্রদেশের প্রশাসন সূত্রের খবর ভক্তরা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে তাদের পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করে আচার অনুষ্ঠান করে।জানা গিয়েছে, পাকিস্তানের করাচিতে অবস্থিত শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির সমিতির অধ্যক্ষ শ্রীরামনাথ মিশ্র মহারাজের নেতৃত্বে ওই দলটি পাকিস্তান থেকে কলসবন্দি করে নিয়ে এসেছেন ৪০০ হিন্দুর অস্থি। উদ্দেশ্য, মহাকুম্ভের পুণ্যলগ্নে মা গঙ্গায় মোক্ষের সন্ধান।গত ৮ বছর ধরে প্রিয়জনের অস্থি রাখা হচ্ছিল পাকিস্তানের শ্মশানেই। প্রিয়জনের অস্থি গঙ্গায় বিসর্জন দিতেই এত বছরের অপেক্ষা। মহাকুম্ভের পুণ্যলগ্নে এই সব অস্থি ভারতে আনার জন্য বিশেষ ভিসা দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে। ভিসা পেয়েই গত সোমবার ওয়াঘা সীমান্ত দিয়ে ৪০০ পাকিস্তানি হিন্দুর কলসবন্দি অস্থি নিয়ে আসা হয় ভারতে। মহন্ত রামনাথ বলেন তারা প্রথমে হরিদ্বারে গিয়েছিলেন, যেখানে তারা মহা কুম্ভে আসার আগে তাদের পূর্বপুরুষদের ভস্ম বিসর্জন করেছিলেন এবং আচার অনুষ্ঠান করেছিলেন।
বিদেশমন্ত্রকের তরফে ভারতে এই অস্থি আনার জন্য দেওয়া হয়েছে স্পেশাল ভিসাও। এই উদ্যোগ মন ছুঁয়েছে পাকিস্তানি হিন্দু থেকে শুরু করে ভারতবাসীদেরও। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, তীর্থযাত্রীরা তাদের আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিতে সক্ষম করে দ্রুত তাদের ভিসা ইস্যু করার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিভিন্ন ক্যাম্প পরিদর্শন এবং মেলায় উপস্থিত আধ্যাত্মিক নেতাদের সাথে সাক্ষাতের সময় তাদের আনন্দ ভাগ করে নেওয়ার সময় ভক্তরা অনুষ্ঠানের সংস্থার প্রশংসা করেছিলেন। তারা আশা প্রকাশ করেছে যে ভারত সরকার পাকিস্তানের ভক্তদের ভিসা প্রদান অব্যাহত রাখবে।
মহাকুম্ভে স্নান সারলেন ৬৮ জন পাকিস্তানি হিন্দু
VIDEO | Maha Kumbh 2025: A group of 68 Pakistani Hindus have arrived in Prayagraj to take holy dip in Triveni Sangam.
"We are fortunate to have come here from Sindh to take holy dip... the arrangements here are very good. We have got comfortable tent for staying and getting… pic.twitter.com/4Opcc5Yuln
— Press Trust of India (@PTI_News) February 6, 2025