Close
Advertisement
 
শুক্রবার, জানুয়ারী 17, 2025
সর্বশেষ গল্প
6 hours ago

TMC Demands Removal Of Jagdeep Dhankhar: জগদীপ ধনখড়ের অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে তৃণমূল কংগ্রেস

Videos Sarmita Bhattacharjee | Dec 30, 2020 06:07 PM IST
A+
A-

রাজ্য ও রাজ্যপাল সংঘাত আরও বাড়ল। রাজ্যপাল জগদীপ ধনখরের (Governor Jagdeep Dhankhar) অপসারণ চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ramnath kovind) কাছে আবেদন জানাল শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আজ সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, "সংবিধান মানছেন না রাজ্যপাল। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন। তিনি সংবিধানের লক্ষণরেখা লঙ্খন করছেন। প্রশাসন ও মন্ত্রিসভার বিরুদ্ধে কথা বলছেন।" তৃণমূল সাংসদ বলেন, "দিল্লির শাহেনশাদের নির্দেশ পালন করছেন রাজ্যপাল। আমরা তাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি। আমাদের সংসদীয় দলের তরফে রাষ্ট্রপতির কাছে যাওয়া হয়। আমরা রাজ্যপাল করে কী বলেছেন তার তালিকা তুলে দিয়েছি। রাজ্যপাল স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। এটা বিধানসভার সার্বভৌমত্বর ওপরে আঘাত।"

RELATED VIDEOS