
দিল্লি, ১৬ জুন: পশ্চিম এশিয়ায় (West Asia) বাড়ছে উত্তেজনা। ইজরায়েলের (Israel) রাজধানী তেল আভিভে (Tel Aviv) ইরান (Iran) যেভাবে হামলা শুরু করেছে, তার জেরে একের পর এক বহুতল ভেঙে পড়ছে। তেল আভিভ যখন জ্বলছে এবং 'মিনি গাজ়ার' রূপ নিয়েছে, সেই সময় বিস্ফোরক দাবি করলেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইরান চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড (Donald Trump) ট্রাম্পকে হত্যা করতে। ট্রাম্পকে হত্যার জন্য ইরান এহেন কর্মকাণ্ড শুরু করেছে বলে অভিযোগ করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু ফক্স নিউজ়ের একটি সাক্ষাৎকারে।
ইজরায়েল যেভাবে ইরানের উপর প্রথম হামলা চালায়, তাকে 'জাস্টিফাই' করতে নেতানিয়াহুর নয়া দাবি সামনে আসে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের মৃত্যু চাই বলে চেঁচাচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্টকে ক্রমাগত হত্যার চেষ্টা শুরু করেছে ইরান। বেইরুটে ইতিমধ্যেই মার্কিন নৌসেনার ২৪১ জনকে হত্যা করেছে ইরান। সেই সঙ্গে আফগানিস্তানেও মার্কিন সেনা দেখলে হত্যা যজ্ঞ চলছে। যাঁদের হাতে পরমাণু অস্ত্র নেই, তাঁদেরও বেছে বেছে মারা হচ্ছে বলে অভিযোগ করেন বেঞ্জামিন নেতানিয়হু।
ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যা করতে চায়, এমন কোনও গোয়েন্দা বার্তা কি নেতানিয়াহু পেয়েছেন? যার উত্তরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, যেভাবে যুদ্ধ চালানো হচ্ছে এবং ট্রাম্পকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তাতে স্পষ্ট মার্কিন প্রেসিডেন্টকে হত্যাই তাদের প্রকৃত লক্ষ্য।
আরও পড়ুন: Donald Trump: ভারত-পাকিস্তানের মতই এবার ইজরায়েল-ইরানের যুদ্ধ থামিয়ে দেব, দাবি ট্রাম্পের
ট্রাম্পকে হত্যার প্রসঙ্গে গত বছরের কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমেরিকায় যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলছিল, সেই সময় ট্রাম্পকে হত্যার চেষ্টা চলে একবার। ট্রাম্পকে এক নম্বর শত্রু মনে করে ইরান। আর সেই কারণেই ইরান বার বার ট্রাম্পকে হত্যার চেষ্টা চালায় বলে দাবি করেন নেতানিয়াহু।