
Donald Trump: আরও একবার নরেন্দ্র মোদী সরকারকে অস্বস্তিতে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। ভারত (India)-পাকিস্তানের (Pakistan) সংঘর্ষবিরতি (Ceasfire) তিনি বানিজ্য চুক্তির ভয় দেখিয়ে করিয়েছিলেন বলে দাবি করেছিলেন ট্রাম্প। ভারত সরকার এই দাবি উড়িয়ে দেওয়ার পরেও ট্রাম্প এই দাবি বিভিন্ন জায়গায় বারবার করছেন। আরও একবার মার্কিন প্রেসিডেন্টের দাবি তিনিই ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেছিলেন। মধ্যপ্রাচ্যে চলা ইজরায়েল-ইরান উত্তেজনা নিয়ে ট্রাম্প বললেন,"তিনি ভারত-পাকিস্তানের মতই ইজরায়েল ও ইরানের সঙ্গে ডিল করে যুদ্ধ থামিয়ে দেবেন।" এর আগে ট্রাম্প এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেছিলেন, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামতে পারে। এদিকে, ইরান রাজধানী তাল আভিভে মিসাইল হামলার পর এদিন তেহরানে পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েল।
ট্রাম্পের দাবি ইজরায়েল-ইরানের যুদ্ধবিরতি তিনিই করিয়ে দেবেন, ঠিক যেমনটা ভারত-পাকিস্তানের ক্ষেত্রে করেছিলেন
ট্রাম্পের দাবি, যারা যুদ্ধ করবে তাদের সঙ্গে আমেরিকা আর কোনও বানিজ্য করবে না। যেমন শর্তের কারণেই নাকি ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়েছিল। ট্রাম্পের দাবি সেই ভয়ে এবার ইজরায়েল ও ইরানও যুদ্ধবিরতি করবে। আরও পড়ুন-Israel-Iran War: ইরানের নজিরবিহীন হামলার পর তেল আভিভ যেন মিনি গাজা, দেখুন নেতানিয়াহুর দেশের ধ্বংসস্তুপের ভিডিও
ট্রাম্পের ফের দাবি, ভারত-পাকিস্তান উত্তেজনা তিনিই বন্ধ করেছিলেন
US President #DonaldTrump claims to end Israel-Iran tensions, says "will make both make a deal like India, Pakistan"#IranIsraelConflict #IsraelIranWar #ITVideo | @anjileeistwal pic.twitter.com/veAcThrQ67
— IndiaToday (@IndiaToday) June 15, 2025
ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল, পাল্টা তেল আভিভে মিসাইল আক্রমণ করে তেহরান
গত বৃহস্পতিবার রাতে ইরানের পরমাণু ঘাঁটি ও সেনা দফতরে ইজরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের যুযুধান দুই দেশের মধ্যে চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।