Tel Aviv after Iranian Missile Strikes. (Photo Credits: X)

Israel-Iran War: রাতভর ব্যালিস্টিক মিসাইল হামলার পর তেল আভিভ যেন মিনি গাজা। বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)র দেশের রাজধানী জুড়ে ধ্বংসস্তুপ এত বড় হামলা এর আগে কখনও দেখেনি ইজরায়েল। শুক্রবার রাতের চেয়েও অন্তত দ্বিগুণ শক্তিশালী ইরানিয়ান হামলার মুখে পড়ল ইহুদি রাষ্ট্র। ইরান থেকে উড়ে আসা মিসাইলের বর্ষণে সামনে অসহায় দেখাল ইজরায়েলের অতি শক্তিশালী আয়রন ডোম। গতকাল রাতে ইরান থেকে অন্তত ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। কোনও একটা দেশকে লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে একসঙ্গে এত ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ার নজির নেই। সরকারি হিসেবে গতকাল রাতে ইরানের মিসাইল হামলায় ইজরায়েলে ১০ জন মারা গিয়েছেন, জখম অন্তত ২০০। কিন্তু মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তেল আভিভ, হাইফায় এখন শুধুই হাহাকার, আর ধ্বংসস্তুপ

এর ফলে ইজরায়েলের তেল আভিভ, হাইফা-র বেশ কিছু জায়গা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। চারিদিকে শুধু হাহাকার। গত কয়েক বছর ধরে ক্রমাগত হামলার পর গাজার যে হাল করেছিল ইজরায়েল, কয়েক ঘণ্টার হামলায় ইরান সেটা তেল আভিভ, হাইফা-র কিছু জায়গায় করতে সফল হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, ইরানের মিসাইল, ব্যালিস্টিক মিসাইলগুলি তেল আভিভের অভিজাত অঞ্চলের বহুতলগুলিতে পড়ছে, আর সেগুলিতে ভয়াবহ আগুন ধরে যাচ্ছে।

দেখুন ইরানের মিসাইল হামলার পর তেল আভিভ শহরের ধ্বংসস্তুপের চিত্র

 

দেখুন কীভাবে ইরান থেকে ইজরায়েলের উদ্দেশ্য উড়ে আসে মিসাইল

 

বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইরানের হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া দেশের বেশ কিছু জায়গায় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে গিয়ে সাধারণ মানুষের হাহাকার নিজের চোখে দেখলেন নেতানিয়াহু।

ইরানের হামলায় দেশের বিধ্বস্ত অঞ্চলে নেতানিয়াহু

তেহরানকে পাল্টা দিতে তৈরি হচ্ছে ইজরায়েল

তেল আভিভের কিছু জায়গাকে এখন গাজার ধ্বংসস্তুপের সঙ্গে তুলনা করছেন অনেকেই। নেটিজেনদের কটাক্ষ করে অনেকেই বলছেন, মনে হচ্ছে নেতানিয়াহু তাঁর দেশের ধ্বংসস্তুপ নয়, গাজায় দাঁড়িয়ে আছেন। ইজরায়েল এবার তেহরানকে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে নামছে।