Air India Flight Crash (Photo Credit: ANI/X)

আহমেদাবাদে বিমানবন্দরের অদূরে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটির রক্ষণাবেক্ষণে ঘাটতির অভিযোগ গা থেকে ঝেরে ফেলে দিল তুরস্ক। 'টার্কিশ টেকনিক' নামে যে সংস্থার উপর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের রক্ষণাবেক্ষণে দায়িত্ব ছিল বলে অভিযোগ উঠছে সেটি 'অসত্য'। এমনি দাবি করল তুরস্কের ডিরেক্টরেট অফ কমিউনিকেশন সেন্টার ফর কাউন্টার ডিস ইনফরমেশন। জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের উপর ছিল না।

আরও পড়ুনঃ ভারতে ব্রিটিশ ফাইটার জেটের জরুরি অবতারণ, মাঝ আকাশে জ্বালানির ঘাটতি

১২ জুন বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যুমিছিলের পরে বিমানের রক্ষণাবেক্ষণের প্রশ্নে নানা অভিযোগ উঠতে শুরু করে। এরপরেই শুক্রবার তুরস্কের ডিরেক্টরেট অফ কমিউনিকেশন সেন্টার ফর কাউন্টার ডিস ইনফরমেশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব 'টার্কিশ টেকনিক'এর উপরে আদেও ছিল না। ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুরস্কের। একই সঙ্গে ডিরেক্টরেট অফ কমিউনিকেশন সেন্টার ফর কাউন্টার ডিস ইনফরমেশনে জানিয়েছে, টার্কিশ টেকনিক এয়ার ইন্ডিয়ার কোনও বোয়িং ৭৮৭-৮ বিমানের সঙ্গে কাজ করেনি। ২০২৪ এবং ২০২৫ সালে টার্কিশ টেকনিক এবং এয়ার ইন্ডিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল তার মধ্যে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল না। কেবল বি-৭৭৭ রক্ষণাবেক্ষণের জন্যে চুক্তি হয়েছিল।

আন্তর্জাতিক স্তরে তাঁদের দেশের সুনামকে কালিমালিপ্ত করার প্রয়াস চলছে বলে পালটা অভিযোগ তুলেছে তুরস্ক। আগামীদিনে এমন প্রচেষ্টা চলতে থাকলে তার বিরুদ্ধে নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিমান দুর্ঘটনার বীভৎসতা নজরে রেখে ভারতের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, 'তুরস্কের জনগণ হিসেবে আমরা এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ভারতীয় জনগণের দুঃখের সঙ্গে আন্তরিকভাবে শোক জ্ঞাপন করছি'।