Haryana Model Sheetal Killed (Photo Credits: X)

সোনিপত, ১৬ জুনঃ হরিয়ানা নিবাসী এক মডেলের রহস্য মৃত্যু। গলা কাটা অবস্থায় খাল থেকে উদ্ধার হয়েছে তরুণী দেহ। প্রথমে মডেলের নিখোঁজ হওয়া এবং পরে গলা কাটা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যাচ্ছে, হরিয়ানা (Haryana) নিবাসী নিহত মডেলের নাম সিম্মি চৌধুরী ওরফে শীতল। রবিবার সোনিপতের খারখোদা এলাকায় একটি খাল থেকে গলা কাটা অবস্থায় বছর ২৩-এর শীতলের দেহ উদ্ধার হয়েছে। গত ১৪ জুন শনিবার শীতলের বোন নেহা পানিপতের মাতলাউদা থানায় দিদির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।

গলা কাটা অবস্থায় মডেলের দেহ উদ্ধারঃ

অভিযোগে নেহা জানান, শনিবার একটি মিউজিক ভিডিও শ্যুটিংয়ের জন্য আহার গ্রামে গিয়েছিলেন দিদি শীতল। কিন্তু আর বাড়ি ফেরেননি। তাঁর সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবার। এরপরেই নেহা থানার দারস্ত হয়। দিদির নিখোঁজের অভিযোগ দায়ের করেন।

রবিবার খারখোদা এলাকার একটি খালে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দিতে পুলিশ এসে দেহ উদ্ধার করেন। দেহটি নিখোঁজ মডেল শীতলের বলেই চিহ্নিত করে তাঁর পরিবার। ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে দেহ। কে বা কারা শীতলের এমন পরিণতি করল? কী উদ্দেশ্যই বা ছিল অপরাধীদের? খতিয়ে দেখছে পুলিশ।