Body of Ex-Gujarat CM Vijay Rupani Identified by DNA Test (Photo Credits: X)

আহমেদাবাদ, ১৫ জুনঃ আগুনে ঝলসে গিয়েছে এয়ার ইন্ডিয়া এআই ১৭১ বিমানে থাকা প্রায় সকল যাত্রী। পুড়ে যাওয়া শরীর থেকে অনেকের দেহাংশ আলাদা হয়ে গিয়েছে। লাশের এমন দশা যে চেনা দায়। মৃতদেহ শনাক্ত করার একমাত্র উপায় ডিএনএ পরীক্ষা। আহমেদাবাদ হাসপাতালে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়। রবিবার অবশেষ ঝলসে যাওয়া লাশের পাহাড়ের মধ্যে থেকে শনাক্ত করা গেল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর দেহ (Ex-Gujarat CM Vijay Rupani)।

বিমান দুর্ঘটনার তিন দিন পর প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ DNA নমুনা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গিয়েছে। দেহ তুলে দেওয়া হয়েছে তাঁর পরিবারের হাতে। রবিবার গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি ঘোষণা করে জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর (Vijay Rupani) দেহ ডিএনএ নমুনা পরীক্ষার পর শনাক্ত করা হয়েছে। ১২ জুনের বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিমানে থাকা মোট ২৪১ জনের মৃত্যু হয়েছে। কেবল বেঁচে গিয়েছেন একজন মাত্র যাত্রী।

রাজকোটে সম্পন্ন করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্যেঃ

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপাণী।