Representational Image (Photo credits: Pixabay)

ওয়াশিংটন, ১১ অগাস্ট: পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি সম্ভাব্য বিপজ্জনক (Potentially Hazardous) দৈত্যাকার গ্রহাণু (Asteroid)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, শুক্রবার পৃথিবীর প্রায় ৪.৩ মিলিয়ন কিলোমিটারের মধ্যে চলে আসতে পারে গ্রহাণুটি। ২০১৫ এফএফ (2015 FF) নামের গ্রহাণুটির আনুমানিক ব্যাস ১৩ থেকে ২৪ মিটারের মধ্যে। এটি প্রায় ৩৩ হাজার ১২ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে পৃথিবীকে অতিক্রম করবে বলে লাইভ সায়েন্স জানিয়েছে।

নাসা পৃথিবীর ১৯৩ মিলিয়ন কিলোমিটারের মধ্যে যে কোনও মহাকাশ বস্তুকে 'পৃথিবীর কাছের বস্তু' এবং ৭.৫ মিলিয়ন কিলোমিটারের মধ্যে যে কোনও দ্রুত গতিশীল বস্তুকে 'সম্ভাব্যভাবে বিপজ্জনক' হিসাবে সংজ্ঞায়িত করে। আরও পড়ুন: WhatsApp New Feature: স্ক্রিনশটে তালা ঝোলাল WhatsApp, কেন জানেন?

এই শতাব্দীর শেষ পর্যন্ত দিকে পৃথিবীর কাছের সমস্ত বস্তুর গতিপথ অনুমান করেছে নাসা। তারা জানিয়েছে যে কমপক্ষে পরবর্তী ১০০ বছরের জন্য পৃথিবীর সঙ্গে কোনও গ্রহাণুর সংঘর্ষ হবে না। বেশ কয়েকটি মহাকাশ সংস্থা ইতিমধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুগুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার উপায় নিয়ে কাজ করছে।