X (Photo Credits: Wikimedia Commons)

সোমবার থেকেই এক্স (সাবেক টুইটার)-এর পরিষেবা বিঘ্নিত হচ্ছে। হঠাৎ হঠাৎই তা বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে লোডিং দেখাচ্ছে। সপ্তাহের প্রথম দিনই মুখ থুবড়ে পড়েছিল এক্স হ্যান্ডেল। অন্যান্য সোশ্যাল মিডিয়ায় গিয়ে অভিযোগের বন্যা বইয়ে দেন এক্স ব্যবহারকারীরা। মঙ্গলেও সেই বিভ্রাট অব্যাহত। পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্যে এবার সাইবার আক্রমণকারীকে দায়ী করলেন এক্স-এর সিইও ইলন মাস্ক (Elon Musk)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘনিষ্ঠ শিল্পপতী তথা এক্স কর্নধার এও দাবি করেন, সাইবার হামলাটি চালানো হয়েছে ইউক্রেন (Ukraine) থেকে।

সোমবার সপ্তাহের প্রথমদিন আচমকাই এক্স হ্যান্ডেলে ঝাঁপ পড়ে। চলতে চলতে বন্ধ হয়ে যায় টুইটার হ্যান্ডেল। অসুবিধার মুখে পড়েন ভারত, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। ডাউনডিটেক্টরে ৪০,০০০ এরও বেশি রিপোর্ট পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে টুইটার বিভ্রাট ঘিরে এক্স সিইও এবং এক্স টিম চুপ থাকলেও, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ক্ষোভের মুখে পড়ে নিজের মুখ খোলেন ইলন মাস্ক। এক মার্কিন সংবাদমাধ্যম এক্স বিভ্রাটের কারণ জানতে চায় মাস্কের কাছে। জবাবে তিনি জানান, ঠিক কী হয়েছে তা সঠিকভাবে অনুধারন করা যায়নি। তবে এটি যে বড়সড় কোন সাইবার হানা তা নিশ্চিত করেন। সাইবার হামলার জেরেই থমকে গিয়েছিল বিশ্বজুড়ে এক্স পরিষেবা।

ইলন মাস্ক আরও জানান, ইউক্রেন থেকে কোন এক 'আইপি অ্যাড্রেস' ব্যবহার এই ঘটনা ঘটানো হয়েছে। দিন কয়েক আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) আমেরিকায় আসেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ খুব একটা সৌজন্যের ছিল না। বরং হোয়াইট হাউসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জেলেনস্কির সঙ্গে তুমুল বাগ্‌যুদ্ধ হয়েছিল ট্রাম্পের। এই ঘটনার পরেই ট্রাম্প ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্কের সংস্থায় সাইবার হানার ঘটনা ঘটল। এই আবহে ইউক্রেনের উপর মাস্কের এমন অভিযোগ দুই দেশের মধ্যেকার সম্পর্কের জটিলতা আরও বাড়াতে পারে বলেই আশঙ্কা করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা।