
হায়রাবাদ, ১১ মার্চ: হায়দরাবাদ (Hyderabad) থেকে উঠে এল নির্মম ঘটনা। এবার দক্ষিণের (South India) এই শহরে একসঙ্গে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একই পরিবারের ৪ জনকে। রিপোর্টে প্রকাশ, হায়দরাবাদে আত্মহত্যা করেন এক দম্পতি। তবে প্রথমে নিজেদের জীবন শেষ করার আগে ওই দম্পতি দুই সন্তানকে হত্যা করেন। পরে নিজেরা আত্মহত্যা করেন বলে জানা যায়। সোমবার রাতে হায়দরাবাদের হাবসিগুডায় এক দম্পতি আত্মহত্যা (Suicide) করেন। তাঁদের মৃতদেহের পাশে দুই মেয়েও দেখা যায় মৃত অবস্থায় পড়ে থাকতে। জানা যায়, আর্থিক অনটনে ভুগছিলেন ওই দম্পতি। আর্থিক অনটনের পাশাপাশি তাঁদের শরীর স্বাস্থ্যের অবনতিও হচ্ছিল। সবকিছু মিলিয়েই মেয়েদের হত্যার পর নিজেরা আত্মহত্যা করেন বলে জানা যায়।
ওই দম্পতির স্ত্রীর দেহ পড়েছিল একটি ঘরে। স্বামীর দেহ ছিল অন্য ঘরে। সেই সঙ্গে তাঁদের দুই নাবালক সন্তানের দেহ ঘরে পাতা খাটে ছিল বলে পুলিশ সূত্রে খবর।
ওসমানিয়া থানার পুলিশ আধিকারিক জানান, সোমবার রাত সাড়ে নটা নাগাদ হাবসিগুডার রবীন্দ্রনগর কলোনিতে ওই ঘটনা ঘটে। তাঁরা খবর পেয়ে দ্রুত ওই স্থানে পৌঁছন। তবে শেষ রক্ষা করতে পারেননি। প্রথমে ওই দম্পতি নিজেদের সন্তানদের শ্বাসরোধের পর হত্যা করেন। তারপর নিজেরা আত্মহত্যা করেন।
পুলিশ দুর্ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করে। যেখানে ওই দম্পতি স্পষ্ট জানান, তাঁরা আর্থিক অনটনে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। আর্থিক অনটনের পাশাপাশি ওই ব্যক্তি শারীরিক সমস্যায়ও ভুগতে শুরু করেন। তাই ওই সিদ্ধান্ত।
মৃতদেহগুলিকে উদ্ধার করে পুলিশ গান্ধী হাসপাতালে পাঠায় ময়নাতদন্তে জন্য। সেই সঙ্গে রুজু করা হয় আরও একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা।