
দিল্লি, ১১ মার্চ: পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর (Butch Wilmore)। চলতি মাসেই মহাকাশ থেকে পৃথিবীতে পা রাখবেন নাসার দুই মহাকাশচারী। সুনীতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভুদ হওয়ায়, তাঁকে নিয়ে মার্কিন মুলুকের পাশাপাশি ভারতের মানুষের মধ্যেও উত্তেজনা রয়েছে। সুনীতা কখন, কীভাবে পৃথিবীতে আসবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
রিপোর্টে প্রকাশ, ১২ মার্চ ৭.৪৮ মিনিটে (ইএসটি সময় অনুযায়ী) অর্থাৎ মঙ্গলবার ভারতীয় সময়ে ভোর ৫.১৮ মিনিট নাগাদ পৃথিবীতে পা রাখবেন সুনীতা উইলিয়ামস এবং বুচ মোর।
জানা যাচ্ছে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে নামবেন সুনীতা উইলিয়ামস এবং বুচ মোর। স্পেস এক্স-এর ফ্যালকন ৯ রকেটে চড়েই মহাকাশ থেকে পৃথিবীতে পা রাখবেন ওই দুই মহাকাশচারী। ফেব্রুয়ারিতে সুনীতা এবং বুচ মোরের পৃথিবীতে ফেরার কথা থাকলেও, তা পিছিয়ে মার্চ করা হয়। নাসার অনুমতি মেলার পরই সুনীতা এবং বুচকে পৃথিবীতে ফেরানো হচ্ছে। নাসার (NASA) তৈরি করা সময় অনুযায়ী ওই দুই মহাকাশচারী পৃথিবীতে ফিরবেন বলে খবর।