Images of Chandrayaan 2 mission's rover shared by Shanmuga Subramanian (Photo Credits: Twitter)

চেন্নাই, ২ অগাস্ট: ভারতের চন্দ্রযান-২ মিশন (Chandrayaan 2) এখনও সক্রিয় আছে? চেন্নাই-ভিত্তিক এক প্রযুক্তিবিদের দাবি তেমনই। শানমুগা সুব্রমনিয়ান (Shanmuga Subramanian) নামে ওই প্রযুক্তিবিদের দাবি, চাঁদের মাটিতে চন্দ্রযান -র রোভার প্রজ্ঞান (Pragyan) অক্ষত বলে মনে হয়েছে এবং বিক্রম ল্যান্ডার ( Vikram lander) থেকে সে কয়েক মিটার দূরে সরে গেছে। ভারতের মহাকাশ সংস্থা ইসরো (ISRO) প্রযুক্তিবিদের কাছ থেকে তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং তারা এটি বিশ্লেষণ করছে।

শনিবার, একাধিক ট্যুইটের মাধ্যমে শানমুগা তাঁর বক্তব্য প্রকাশ করেন। সম্প্রতি, নাসার লুনার রিকনেসঁস অরবাইটাল (এলআরও)-র নেওয়া ছবি পোস্ট করে শন্মুগ দাবি করেন, রোভার প্রজ্ঞান অক্ষত রয়েছে। এমনকী তা মূল ল্যান্ডারের থেকে বেরিয়ে কয়েক মিটার এগিয়েছে। তাঁর আরও দাবি, হতে পারে ল্যান্ডার বিক্রমকে তথ্য় সরবরাহ করেছে প্রজ্ঞান। কিন্তু, বিক্রম তা পৃথিবীতে পাঠাতে পারেনি। আরও পড়ুন: Facebook: ফেসবুকেই দেখা যাবে টি-সিরিজ মিউজিক, জি মিউজিকের গান, এমনই অভাবনীয় ফিচার আনতে চলেছে সংস্থা

নাসার লুনার রিকনেসঁস অরবাইটালের তোলা একটি ছবি শেয়ার করে শানমুগা বলেন যে সাদা বিন্দুটি হচ্ছে ল্যান্ডারের ধ্বংসাবশেষ এবং কালো বিন্দুটি রোভার হতে পারে। তিনি মতামত করেছিলেন যে রোভারটি এখনও চাঁদের পৃষ্ঠে অক্ষত থাকতে পারে। চলতি বছরের ৪ জানুয়ারি এলআরও-র সর্বশেষ ছবিগুলিতে চাঁদের মাটিতে ল্যান্ডার থেকে রোভারের ট্র্যাক দেখা গেছে।

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার পথে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। তারপর থেকে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। চাঁদের মাটিতে আছড়ে পড়ে ল্যান্ডার।